নয়াদিল্লি, 10 ডিসেম্বর : আজ দেশের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য ৷ বিকেল 5টা নাগাদ দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার ক্রিমেটোরিয়ামে (Army Cremation Ground, Delhi Cantonment) পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে তা সম্পন্ন হবে ৷
8 ডিসেম্বর, বুধবার তামিলনাড়ু-কর্নাটক সীমানার কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ আরও 11 জন সেনা আধিকারিক ৷ শুধুমাত্র বেঁচে গিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh survived Coonoor chopper crash) ৷ বর্তমানে তিনি ব্যাঙ্গালোরে কম্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ৷
শুক্রবার পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন করা হবে সিডিএসের শেষকৃত্য-
- বেলা 2টোর পর তাঁদের মৃতদেহ নিয়ে কামরাজ মার্গ থেকে শবযাত্রা শুরু হয়ে তা পৌঁছাবে ব্রার স্কোয়ারে ৷
- জনসাধারণও দেশের প্রথম সিডিএস ও তাঁর স্ত্রীকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবে ৷ তাদের জন্য কামরাজ মার্গে বিপিন রাওয়াতের বাড়িতে বেলা 11টা থেকে 12.30 মিনিট পর্যন্ত শায়িত থাকবে শবদেহ ৷
- এরপর 12.30 মিনিট থেকে 1.30 পর্যন্ত সেখানেই সেনা আধিকারিকরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন ৷