পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Last Nizam Prince Dead: আজ বিকেলে হায়দরাবাদে আসছে নিজামের শেষ যুবরাজের দেহ - নিজামের শেষ যুবরাজ মীর আলি খান মোকাররম জাহ বাহাদুর

গত শনিবার তুরস্কতে মৃত্যু হয়েছে নিজামের শেষ যুবরাজ (Last Nizam Prince Dead) মীর আলি খান মোকাররম জাহ বাহাদুরের ৷ আজ বিকেলে তাঁর দেহ হায়দরাবাদে নিয়ে আসা হচ্ছে ৷ আগামিকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

Last Nizam Prince Dead ETV BHARAT
Last Nizam Prince Dead

By

Published : Jan 17, 2023, 12:04 PM IST

হায়দরাবাদ, 17 জানুয়ারি: আজ হায়দরাবাদের সামশাহবাদে আনা হচ্ছে নিজামের শেষ যুবরাজ মীর আলি খান মোকাররম জাহ বাহাদুরের (Last Nizam Prince Mir Ali Khan Mukarram Jah) দেহ ৷ গত শনিবার মধ্যরাতে তুরস্কর রাজধানী ইস্তানবুলে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন (Last Nizam Prince Mukarram Jah Passed Away) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর ৷ তিনি সপ্তম নিজাম মীর উসমান আলি খানের পৌত্র ৷ ইস্তানবুল থেকে আজ বিকেলের বিমানে হায়দরাবাদে তাঁর দেহ নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

বিকেল 5টার সময় বিমানবন্দর থেকে চৌমহল্লা প্যালেসে নিয়ে যাওয়া হবে যুবরাজ মীর আলি খান মোকাররম জাহ বাহাদুরের দেহ ৷ সেখানেই রাতে তাঁর দেহ রাখা হবে ৷ কাল, বুধবার সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত তাঁর দেহ চৌমহল্লা প্যালেসে শায়িত রাখা হবে সাধারণের দর্শন ও শ্রদ্ধাজ্ঞাপনের জন্য ৷ বিকেল 5টার সময় সেখান থেকে তাঁর দেহ মক্কা মসজিদে নিয়ে যাওয়া হবে ৷ জানা গিয়েছে, যুবরাজ মীর আলি খান মোকাররম জাহ বাহাদুরের শেষ ইচ্ছে অনুযায়ী, তাঁর বাবা আজম জাহ’র কবরের পাশেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

আরও পড়ুন:নিজামের 250 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

মোকাররম জাহ 1933 সালের 6 অক্টোবর আজম জাহ এবং দুররে শেহওয়ারের ঘরে জন্ম নেন ৷ আজম জাহ সপ্তম নিজাম মীর উসমান আলি খানের বড় ছেলে ৷ মোকাররম জাহর মা দুররে শেহওয়ার তুরস্কর ওত্তমান সাম্রাজ্য তথা শেষ সুলতান আব্দুল মেজিদের সন্তান ৷ 1971 সালে ভারত সরকার রাজমুকুটকে বাতিল ঘোষণা করার আগে পর্যন্ত মোকাররম জাহ অষ্টম নিজাম ছিলেন ৷ অষ্টম নিজাম পদে অধিষ্ঠিত হলেও, খাতায়কলমে তিনি প্রিন্স অফ হায়দরাবাদ হিসেবেই পরিচিত ৷ এসরা, হেলেন, মানোলিয়া ওনুর এবং অর্কিড নামে তাঁর 4 স্ত্রী রয়েছেন । আর তাঁদের পাঁচ সন্তান রয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details