নয়াদিল্লি, 17 অক্টোবর : দিল্লিতে সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করলেন পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু ৷ আজ কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির সঙ্গে দেখা করে, পঞ্জাব সরকারের করণীয় 13 দফা কর্মসূচি পেশ করলেন তিনি ৷ প্রসঙ্গত, ক্যাপটেন অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করার পর পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হন চরণজিত সিং চান্নি ৷ সেই সময় পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি ছিলেন সিধু ৷ কিন্তু, মন্ত্রিসভা গঠন নিয়ে চান্নির সঙ্গে তাঁর বিবাদ বাধে ৷ সেই বিবাদের জেরে প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা দেন সিধু ৷
কয়েকদিন সেই যুদ্ধে ইতি টানার পর গতকালই দিল্লি পৌঁছান নভজ্যোত সিং সিধু ৷ সেখানে আজ কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করে চারপাতার একটি চিঠি দেন তিনি ৷ যেখানে তিনি দাবি করেছেন, 2017 সালের নির্বাচনের আগে কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলিকে পালন করতে হবে ৷ সোনিয়া গান্ধিকে লেখা ওই 13 দফা দাবিতে সিধু জানিয়েছেন, পঞ্জাবে মাদক মামলায় গ্রেফতার থেকে শুরু করে, কৃষির পরিকাঠামো তৈরি এবং কেবল মাফিয়াদের নিয়ন্ত্রণের জন্য আইন তৈরির মতো বিষয়গুলিকে কার্যকর করতে হবে ৷
আরও পড়ুন :Inflation : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাহুলের নিশানায় কেন্দ্র, লালুর তোপে ডাবল ইঞ্জিন সরকার