পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে জুন মাসে করোনায় মৃত্যুর পুনর্মূল্যায়ন, 24 ঘণ্টায় মৃত্যুর সংখ্যা 1478

মধ্যপ্রদেশের দৈনিক করোনা সংক্রান্ত তথ্য ‘সার্থক’ নামে তাদের সরকারি ওয়েব সাইটে তুলতে হয় জেলা স্বাস্থ্য দফতরকে ৷ কিন্তু, অভিযোগ উঠেছিল মধ্যপ্রদেশের একাধিক জেলার স্বাস্থ্য দফতর থেকে মৃত্যু পরিসংখ্যান তাদের সরকারি ওয়েব সাইটে তোলা হয়নি ৷

last 24 hours Madhya Pradesh added 1478 revise death from second wave of covid 19 pandemic till june 30
মধ্যপ্রদেশে জুন মাসে করোনায় মৃত্যুর পুনর্মূল্যায়ন, 24 ঘণ্টায় মৃত্যুর সংখ্যা 1478

By

Published : Jul 13, 2021, 2:32 PM IST

নয়াদিল্লি, 13 জুলাই : মধ্যপ্রদেশে একধাক্কায় অনেকটা বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা ৷ যেখানে গত 24 ঘণ্টায় মধ্যপ্রদেশ সরকারের প্রকাশিত মৃত্যুর সংখ্যা 1478 ৷ তবে, করোনায় এই মৃত্যু একদিনে নয় ৷ গত 30 জুন পর্যন্ত মধ্যপ্রদেশের মৃত্যুর পুনর্মূল্যায়নের পর সংখ্যা বেড়েছে ৷ জানা গিয়েছে, মধ্যপ্রদেশে 30 জুন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা চেপে দেওয়া হয়েছিল ৷ যা নিয়ে মধ্যপ্রদেশ সরকারের তরফে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছিল ৷ যার পরেই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে ৷ আর তার ফলে গত 24 ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা 2020 হয়ে গিয়েছে ৷

মধ্যপ্রদেশের দৈনিক করোনা সংক্রান্ত তথ্য ‘সার্থক’ নামে তাদের সরকারি ওয়েবসাইটে তুলতে হয় জেলা স্বাস্থ্য দফতরকে ৷ কিন্তু, অভিযোগ উঠেছিল মধ্যপ্রদেশের একাধিক জেলার স্বাস্থ্য দফতর থেকে মৃত্যু পরিসংখ্যান তাদের সরকারি ওয়েবসাইটে তোলা হয়নি ৷ গত 26 জুন মধ্যপ্রদেশ স্বাস্থ্য দফতর থেকে জেলা প্রশাসনকে এ নিয়ে চিঠি দেওয়া হয় ৷ যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল, 30 জুন পর্যন্ত যত মৃত্যু সার্থক ওয়েবসাইটে তোলা হয়নি ৷ সেগুলিকে দ্রুত পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে হবে ৷ প্রসঙ্গত, মধ্যপ্রদেশ সরকারের এই তৎপরতা দেখা গিয়েছিল, ন্যাশনাল হেলথ মিশনের ডিরেক্টরের তরফে একটি নির্দেশিকা জারি করার পর ৷

আরও পড়ুন :করোনামুক্ত বেনারসের গঙ্গা, ভাইরাসের চিহ্ন গোমতীতে

প্রসঙ্গত, 1478 জনের করোনায় মৃত্যুর পরিসংখ্যান বাড়ায় মধ্যপ্রদেশে করোনায় মৃত্যুর সংখ্যা 10 হাজার 506 হয়ে গেছে ৷ যা গত রবিবার পর্যন্ত 9 হাজার 27 ছিল ৷ তবে, এত বড় গাফিলতি কেন হল ? এই প্রশ্নের উত্তরে মধ্যপ্রদেশ স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে কোনও করোনা রোগীর মৃত্যু হলে, অধিকাংশ ক্ষেত্রে সেই মৃত্যুগুলি সার্থক ওয়েবসাইটে তোলা হয় না ৷ বিশেষ করে যাঁরা হোম আইসোলেশনে থাকাকালীন মারা গিয়েছেন, তাঁদের মৃত্যুগুলিও অনেক পরে সরকারের কাছে নথিভুক্ত হয়েছে ৷ এর ফলে স্বাভাবিকভাবেই করোনায় মৃত্যুর একটা বড় সংখ্যা সার্থক ওয়েবসাইটে তোলা সম্ভব হয়নি ৷ এ নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান আজ পর্যালোচনা বৈঠকে বসেন ৷ যেখানে মধ্যপ্রদেশের বিরুদ্ধে করোনায় মৃত্যুর সংখ্যা চেপে রাখার অভিযোগ নিয়ে আলোচনা হয় ৷ যার তীব্র নিন্দা করে আধিকারিকদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Coronavirus India: সংক্রমণ কমলেও দেশে 2 হাজার উপরে দৈনিক মৃত্যু

তবে, করোনায় মৃত্যুর সঠিক পরিসংখ্যান সমানে না আসার ঘটনা এই প্রথম নয় ৷ এর আগে মহারাষ্ট্র এবং বিহারেও একই ঘটনা ঘটেছিল ৷ মহারাষ্ট্রে একদিনে মৃত্যুর সংখ্যা প্রায় 10 হাজারের বেশি হয়ে গিয়েছিল ৷ কারণ, নাগপুর, পুণে-সহ মহারাষ্ট্রের প্রায় 6টি জেলার দু’সপ্তাহের করোনায় মৃত্যুর পরিসংখ্যানের একটা বড় অংশ স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে তোলা হয়নি ৷ বিহারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল ৷

ABOUT THE AUTHOR

...view details