পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covid Cases Rise in India : গত 24 ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা 5233

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বুধবার করোনা সংক্রান্ত যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা 5233 (Last 24 Hours 5233 New Cases Reported in India) ৷ মারা গিয়েছেন 7 জন ৷

Last 24 Hours 5233 New Cases Reported in India
Covid Cases Rise in India : গত 24 ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা 5233

By

Published : Jun 8, 2022, 2:02 PM IST

নয়াদিল্লি, 8 জুন : গত 24 ঘণ্টায় ভারতে 5 হাজার 233 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন (Last 24 Hours 5233 New Cases Reported in India) ৷ এই সময়ের মধ্যে মারা গিয়েছেন 7 জন করোনা আক্রান্ত রোগী ৷ বুধবার স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তরফে জারি করা বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ৷

ওই বিবৃতি অনুযায়ী, গত 24 ঘণ্টায় ভারতে করোনা থেকে সেরে উঠেছেন 3 হাজার 345 জন ৷ এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 28 হাজার 857 জন ৷ মঙ্গলবার দেশে করোনা রোগীর সংখ্যা 3 হাজার 714 জন বৃদ্ধি পেয়েছিল ৷ ওই দিনও সাতজনের মৃত্যু এই ভাইরাসজনিত কারণে হয়েছিল ৷

নতুন করে করোনা সংক্রমণ (Covid Infection) বৃদ্ধি পেতে থাকায়, তা উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ৷ তার উপর প্রতিবারের মতো এবারও মুম্বইয়ের সংক্রমণের (Covid Infection in Mumbai) চিত্রটা দেশের অন্য অনেক অংশের তুলনায় কিছুটা হলেও বেশি ৷ মঙ্গলবার বাণিজ্য নগরীতে নতুন করে 1 হাজার 242 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ সোমবার এই সংখ্যাটা ছিল 676 ৷ ফলে বোঝাই যাচ্ছে যে 24 ঘণ্টায় মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুন হয়ে গিয়েছে ৷

এদিকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে করোনা আক্রান্তের মোট সংখ্যার 0.07 শতাংশ মানুষ এখন এই ভাইরাসের শিকার হয়ে রয়েছেন ৷ জাতীয়স্তরে করোনা থেকে সেরে উঠেছেন 98.72 শতাংশ রোগী ৷

তাছাড়া এখন দৈনিক করোনা পজিটিভিটির হার 1.67 শতাংশ ৷ আর সাপ্তাহিক পজিটিভিটির হার 1.12 শতাংশ ৷ মৃত্যুর হার এখন 1.21 শতাংশ ৷

এদিকে করোনা থেকে মুক্তি দিতে গত প্রায় দেড় বছর ধরে দেশজুড়ে কোভিডের প্রতিষেধক (Covid Vaccine) দেওয়ার কাজ শুরু হয় ৷ এখনও পর্যন্ত 194.43 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল 4 হাজার, বাড়ল সংক্রমণের হার

ABOUT THE AUTHOR

...view details