কুপওয়ারা, 26 মে : এনকাউন্টারে নিকেশ হল তিন জঙ্গি ৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তাবাহিনীর গুলিতে জুমাগুন্ডে জঙ্গিরা মারা যায়, জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ তিনজনই লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর সদস্য (Lashkar-e-Taiba militants killed in Kupwara's Jumagund encounter) ৷
জম্মু ও কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, তাদের কাছে আগে থাকতেই খবর ছিল জঙ্গিরা কুপওয়ারার জুমাগুন্ড গ্রামে (Jumagund, Kupwara) অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ৷ সেই অনুযায়ী এনকাউন্টার শুরু হয় ৷ আইজিপি কাশ্মীর একটি বিবৃতিতে বলেছেন, "তিনজন জঙ্গিকেই খতম করা হয়েছে ৷ তারা লস্কর-ই-তইবা গোষ্ঠীর ৷ এখনও তাদের পরিচয় জানা যায়নি ৷ জঙ্গিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে ৷"