সোপোরে (জম্মু-কাশ্মীর), 3 সেপ্টেম্বর: নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়ল নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba)-এর এক 'হাইব্রিড' সন্ত্রাসবাদী ৷ শুক্রবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের সোপোরে উপজেলা থেকে তাকে পাকড়াও করা হয় (Militant Arrested in Kashmir) ৷ পরবর্তীতে নিরাপত্তাবাহিনীর তরফে জানানো হয়, শুক্রবার গভীর রাতে সোপোরে (Sopore) উপজেলার শাঙ্গেরগুন্দ (Shangergund) এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ ৷ সেই অভিযানেই ওই 'হাইব্রিড' সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয় ৷ উপত্যকায় হামলা চালানোর পরিকল্পনা ছিল তার ৷ কিন্তু, নিরাপত্তাবাহিনীর তৎপরতায় সেই ছক ভেস্তে যায় ৷
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত 9টা 40 মিনিট নাগাদ এক ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয় তাদের ৷ ওই ব্যক্তি স্থানীয় একটি গ্রাম থেকে চেক ব্রাথ লিংক রোড ধরে আসছিল ৷ নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাকে আটকান এবং থামতে বলেন ৷ কিন্তু, ওই যুবক সেখান থেকে পালিয়ে যায় ৷ তবে, এর কিছুক্ষণ পর তাকে পাকড়াও করে পুলিশ ৷ সন্দেহভাজন ওই যুবককে এরপর গ্রেফতার করা হয় ৷ স্থানীয় পুলিশ প্রশাসনের এক আধিকারিক সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন ৷