পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Militant Arrested in Kashmir: ভেস্তে গেল হামলার ছক, কাশ্মীরে গ্রেফতার 'হাইব্রিড' লস্কর জঙ্গি - সোপোরে

জম্মু-কাশ্মীরের সোপোরের (Sopore) উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba)-এর এক 'হাইব্রিড' সন্ত্রাসবাদীকে (Hybrid Militant Arrested) গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী ৷

Lashkar e Taiba Hybrid Militant Arrested in Sopore sub district of Kashmir
Militant Arrested in Kashmir: ভেস্তে গেল হামলার ছক, কাশ্মীরে গ্রেফতার হাইব্রিড লস্কর জঙ্গি

By

Published : Sep 3, 2022, 1:26 PM IST

সোপোরে (জম্মু-কাশ্মীর), 3 সেপ্টেম্বর: নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়ল নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba)-এর এক 'হাইব্রিড' সন্ত্রাসবাদী ৷ শুক্রবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের সোপোরে উপজেলা থেকে তাকে পাকড়াও করা হয় (Militant Arrested in Kashmir) ৷ পরবর্তীতে নিরাপত্তাবাহিনীর তরফে জানানো হয়, শুক্রবার গভীর রাতে সোপোরে (Sopore) উপজেলার শাঙ্গেরগুন্দ (Shangergund) এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ ৷ সেই অভিযানেই ওই 'হাইব্রিড' সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয় ৷ উপত্যকায় হামলা চালানোর পরিকল্পনা ছিল তার ৷ কিন্তু, নিরাপত্তাবাহিনীর তৎপরতায় সেই ছক ভেস্তে যায় ৷

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত 9টা 40 মিনিট নাগাদ এক ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয় তাদের ৷ ওই ব্যক্তি স্থানীয় একটি গ্রাম থেকে চেক ব্রাথ লিংক রোড ধরে আসছিল ৷ নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাকে আটকান এবং থামতে বলেন ৷ কিন্তু, ওই যুবক সেখান থেকে পালিয়ে যায় ৷ তবে, এর কিছুক্ষণ পর তাকে পাকড়াও করে পুলিশ ৷ সন্দেহভাজন ওই যুবককে এরপর গ্রেফতার করা হয় ৷ স্থানীয় পুলিশ প্রশাসনের এক আধিকারিক সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন ৷

আরও পড়ুন:শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 লস্কর জঙ্গি, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক

ধৃত যুবকের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পিস্তলে ব্যবহৃত আটটি কার্তুজ উদ্ধার করা হয়েছে ৷ এই প্রসঙ্গে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক বলেন, "ওই যুবককে ধরার পরই আমরা তল্লাশি চালাই ৷ ধৃতের কাছে থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয় ৷"

পুলিশের ওই আধিকারিকই জানিয়েছেন, ধৃত যুবকের নাম সাকিব শাকিল দার (Saqib Shakeel Dar) ৷ সে সোপোরে উপজেলার মুমকাক বাতপোরার (Mumkak Batpora) বাসিন্দা ৷ ওই পুলিশ আধিকারিক বলেন, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার হাইব্রিড সন্ত্রাসবাদী হিসাবে কাজ করে ৷ তার উপর উপত্যকার নিরাপত্তাবাহিনী এবং সাধারণ বাসিন্দাদের উপর হামলা চালানোর নির্দেশ ছিল ৷" ওই যুবক কীভাবে জঙ্গিগোষ্ঠীর সংস্পর্শে এল, তার সঙ্গে আর কোন কোন জঙ্গির যোগাযোগ রয়েছে, কোথা থেকে এবং কীভাবে সে আগ্নেয়াস্ত্র জোগাড় করল, এইসব জিনিস খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details