ভোপাল, 12 ডিসেম্বর: তিনি জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ পরিবার থেকে উঠে এসেছেন ৷ তাই আগামী দিনে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন মধ্যপ্রদেশের হবু মুখ্যমন্ত্রী ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন মধ্যপ্রদেশের হবু মুখ্যমন্ত্রী মোহন যাদব ৷ আর আগামী শক্তিশালী দল হিসেবে উঠে আসতে কংগ্রেসের বিজেপির থেকে শিক্ষা নেওয়া উচিত বলে জানালেন তিনি ৷ 13 ডিসেম্বর, বুধবার তিনি শপথ নেবেন ৷
সোমবার সন্ধ্যায় দলের সভাপতি ভিডি শর্মা জানান, বিজেপি 58 বছর বয়সি মোহন যাদব মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে ৷ তিনি ওবিসি নেতা এবং তিন-তিন বারের বিধায়ক ৷ এবার তিনি দক্ষিণ উজ্জয়িনী থেকে জয়ী হয়েছেন ৷ গতকাল সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেলের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন শিবরাজ সিং চৌহান ৷ এদিকে নাম ঘোষণার পরেই মোহন যাদব রাজভবনে গিয়ে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেলের সঙ্গে দেখা করেন ৷ নতুন সরকার গড়ার দাবি জানান ৷
এই মুখ্যমন্ত্রিত্ব পাওয়া প্রসঙ্গে ইটিভি ভারতের এক প্রতিনিধির কাছে একটি একান্ত সাক্ষাৎকারে মোহন যাদব বলেন, "দল আমার মতো একজন সাধারণ কর্মীর উপর বিশ্বাস রেখেছে ৷ এতে আমি খুব আনন্দিত ৷ বিজেপি বিশ্বের সর্ববৃহৎ দল ৷ তারা তাদের কর্মীদের ভরসা করে ৷ কংগ্রেস-সহ অন্য দলগুলিরও বিজেপির থেকে এই শিক্ষা নেওয়া উচিত, যাতে তারাও আগামী দিনে শক্তিশালী হয়ে উঠতে পারে ৷"