বেঙ্গালুরু, 25 অগস্ট: চারিদিক ধুলোয় ধুলো ! তাই চাঁদে নেমেও কমবেশি 4 ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল রোভার প্রজ্ঞানকে ৷ বুধবার সন্ধ্যা 6.04 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান-3 ৷ তারপর প্রামাণিক সময় আনুমানিক রাত 10টা নাগাদ ল্যান্ডার বিক্রমের দরজা খোলে এবং চন্দ্রপৃষ্ঠে নেমে আসে স্বয়ংক্রিয় রোভার ৷ চাঁদের যে অংশে চন্দ্রযান নেমেছিল সেখানে কার্যত ধুলোর ঝড় উঠেছিল ৷ আর তার জেরে রোভারের পক্ষে চাঁদের জমিতে পা রাখা সহজ ছিল না ৷
এই দীর্ঘ সময় অপেক্ষার শেষে চাঁদের মাটিতে নামার পরও কাজের জন্য তৈরি হতে আরও বেশ খানিকটা সময় লেগেছে বলে জানা গিয়েছে ৷ সবশেষে বুধবার রাত 11.15 মিনিটে কাজের জন্য পুরোপুরি তৈরি হয় রোভার ৷ তারপর কাজ শুরু করে প্রজ্ঞান ৷ এখন সে দিব্য হেঁটে চলেছে চাঁদের মাটিতে ৷ তথ্য সংগ্রহ করছে ৷ এই বিষয়টি নিশ্চিত করে জানালেন নেহরু প্ল্যানেটরিয়ামের বিজ্ঞানী আনন্দ ৷
আরও পড়ুন: চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন ! মমতার স্লিপ অফ টাং-এ ট্রোলের বন্যা সোশালে
এখন ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান দু'জনে মিলে চাঁদের মাটির পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে তথ্য সংগ্রহের কাজ করছে ৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী 14 দিন ধরে রোভারের মধ্যে থাকা দু'টি বৈজ্ঞানিক যন্ত্র এবং ল্যান্ডারের ভিতরে 4টি যন্ত্র গবেষণা করবে ৷ সূর্যের রশ্মি এই এলাকায় থাকে মাত্র 14 দিন ৷ এদিকে ল্যান্ডার আর রোভারে সোলার প্যানেল লাগানো আছে ৷ এর ফলে সূর্যের থেকে শক্তি সংগ্রহ করে তারা কাজ চালিয়ে যেতে পারবে ৷