পশ্চিমবঙ্গ

west bengal

Land Subsidence in Ramban: জম্মু-কাশ্মীরের রামবানে ভূমিধস, আতঙ্কে বাসিন্দারা

By

Published : Feb 19, 2023, 7:20 PM IST

রবিবার ভোরে ভূমিধসের কবলে পড়ে জম্মু-কাশ্মীরের রামবান এলাকা ৷ এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্থ হয় 10টি বাড়ি (Ramban land subsidence incident) ৷

ETV Bharat
জম্মু-কাশ্মীরের রামবানে ভূমিধস

শ্রীনগর, 19 ফেব্রুয়ারি:ভূমিধসের কবলে পড়ে জম্মু-কাশ্মীরের রামবানে ক্ষতিগ্রস্ত হল 10টি বাড়ি ৷ ধসের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ৷ জানা গিয়েছে, রবিবার ভোর 5টা নাগাদ রামবানের ডালওয়াহ এলাকায় এই ধসের ঘটনা ঘটে ৷ এর জেরে কয়েকটি বাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছে ৷ প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান (Land subsidence hits J and K's Ramban) ৷

এই ধসের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ ডালওয়াহর 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন, ধসের জেরে ঘর থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় যেতেও তাঁদের যথেষ্ট বেগ পেতে হয়েছে ৷ তবে অনেকেই তাঁদের ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, গৃহপালিত পশুদের বাঁচাতে সক্ষম হয়েছেন ৷ আবদুল ঘনি নামে স্থানীয় একজন জানিয়েছেন, এই ধসে দু'টি বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে (Land subsidence hits Jammu and Kashmir) ৷

এলাকাবাসীরা জানিয়েছেন, ধীর গতিতে হলেও ধসের ঘটনা এখনও এখানে হচ্ছে ৷ মাটিও আলগা হচ্ছে ৷ আশঙ্কা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে একদিন এলাকার বাকি বাড়িগুলিও ধুলোয় মিশবে ৷ এই ধসের খবর পাওয়ার পরেই এদিন সকালে এলাকায় যান প্রশাসনিক কর্তারা ৷ এলাকা পরিদর্শন করেন তাঁরা, শুরু হয় ধস কবলিত এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ ৷ ঘটনায় প্রাণহানির কোনও খবর মেলেনি ৷

আরও পড়ুন:ঘন কুয়াশার জের, দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ির ধাক্কায় আহত অনেকে

অর্থ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই তাঁরা এখানে এসে পৌঁছন ৷ দ্রুত শুরু হয় উদ্ধারকাজ ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধসের ফলে এলাকার অনেক বাড়িই কম-বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ বসতবাড়ি ছাড়াও, ক্ষতি হয়েছে চাষের জমিরও ৷ উল্লেখ্য, পাহাড়ি এলাকা হওয়ায় রামবানের এই অংশ ধসপ্রবণ এলাকার মধ্যেই পড়ে ৷

আরও পড়ুন:লাদাখের নয়া লেফটেন্য়ান্ট গভর্নর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্রা, রবিতে নিলেন শপথ

ABOUT THE AUTHOR

...view details