রাঁচি, 23 জানুয়ারি :চিকিৎসকদের পরামর্শ মতো আজই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হল ৷ সূত্রের খবর, গত কয়েক দিনে লালুর স্বাস্থ্য়ের অবনতি হওয়াতেই এই পদক্ষেপ ৷
বিহার পশুখাদ্য় মামলায় দোষী সাব্য়স্ত এই প্রবীণ রাজনীতিক বর্তমানে জেলবন্দী ৷ আপাতত রাঁচিরই একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷ লালুর জন্য় মেডিকেল বোর্ডও গঠন করেছে সেখানকার রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ৷ সেই বোর্ডের সদস্য়রাই লালুকে এইমসে ভরতি করানোর পক্ষে সওয়াল করেছিলেন ৷ জেল কর্তৃপক্ষকেও এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল ৷ স্থির হয়েছিল, যত দ্রুত সম্ভব আরজেডি প্রধানকে রাঁচি থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে ৷ এরপর চিকিৎসকদের পরামর্শ মতো আজই তাঁকে দিল্লির এইমসে স্থানান্তর করা হয় । ফুসফুসের সংক্রমণে ভুগছেন লালুপ্রসাদ৷