নয়াদিল্লি, 15 মার্চ: চাকরির জন্য জমি কেলেঙ্কারি মামলায় দিল্লির বিশেষ আদালত বুধবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, তাদের মেয়ে মিসা ভারতী ও অন্য অভিযুক্তদেরও জামিন মঞ্জুর করেছে (Yadavs granted bail in land for job scam case) । বিশেষ আদালত উল্লেখ করেছে যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এই মামলার তদন্তে ইতিমধ্যেই কোনও গ্রেফতার ছাড়াই চার্জশিট দাখিল করেছে ।
আদালত প্রত্যেক অভিযুক্তকে 50 হাজার টাকার ব্যক্তিগত জামিন বন্ড ও একই পরিমাণ সিওরিটি মানি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । সম্প্রতি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে লালু প্রসাদ যাদবের । বিদেশ থেকে তিনি ওই অস্ত্রোপচার করিয়ে এসেছেন ৷ আপাতত হুইল চেয়ারেও চলাচল করেন 74 বছর বয়সী ওই নেতা ৷ সেই অবস্থাতেই বুধবার সকাল 10টায় আরজেডি সুপ্রিমো আদালত চত্বরে এসেছিলেন ।
এর আগে 27 ফেব্রুয়ারি দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত লালু প্রসাদ যাদবের পরিবারের সংশ্লিষ্ট সদস্য়রা-সহ অভিযুক্ত ব্যক্তিদের তলব করে । তাঁদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের 15 মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন । এদিন সকাল 11টা নাগাদ সিবিআইয়ের মামলায় শুনানির জন্য বিশেষ বিচারকের সামনে হাজির হন ।