রাঁচি, 21 জানুয়ারি : আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি । শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছে তাঁর ৷ বুকে ইনফেকশন এবং নিমোনিয়াতেও ভুগছেন তিনি ৷ বিগত কয়েকমাস ধরে রাঁচির আরআইএমএস হাসপাতালে ভরতি রয়েছেন পশুখাদ্য কেলেঙ্কারি কাণ্ডে জেল হেপাজতে থাকা আরজেডি প্রধান । আজ বিকেলে সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি নয় ৷
ডাক্তাররা জানিয়েছেন, এদিন হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর ৷ খবর পেয়েই ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী, আরআইএমএসের কর্ণধার ও লালুর চিকিৎসার দায়িত্বে থাকা উমেশ প্রসাদ ওয়ার্ডে পৌঁছান ৷ তাঁর কোরোনা পরীক্ষাও করা হয়েছে ৷ ব়্যাপিড টেস্টের ফল নেগেটিভ আসায় আরটিপিসিআর টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে ৷ গত বছরের ডিসেম্বরে শারীরিক অবস্থা বিগড়ায় আরজেডি সুপ্রিমোর ৷ তাঁর কিডনি মাত্র 25 শতাংশ কাজ করছে বলে জানিয়েছিলেন চিকিৎসক উমেশ প্রসাদ ।