পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Presidential Poll : এবার লক্ষ্য দেশের মসনদ, রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে লালু প্রসাদ যাদব - Lalu Prasad Yadav set to contest Presidential polls

15 জুন দিল্লি পৌঁছনোর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি । সেদিনই লালুপ্রসাদ যাদবের মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে (Lalu Prasad Yadav will contest in the Presidential Poll)।

Presidential Poll 2022
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি লালুপ্রসাদ যাদব

By

Published : Jun 13, 2022, 2:41 PM IST

পটনা, 13 জুন : 24 জুলাই শেষ হচ্ছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ ৷আগামী 18 জুলাই তাঁর উত্তরসূরি বাছতে বসবে 4809 জন সাংসদ-বিধায়ক ৷ যা নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছেন সোনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ারদের মতো বিরোধী দলনেতারা । এই পর্যন্ত কোনও চমক না এলেও, দেশবাসীকে চমকে দিলেন এক বিহারিবাবু । জানা গিয়েছে, রাষ্ট্রপতির চেয়ার দখলের জন্য লড়াই করবেন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav set to contest Presidential polls) । তবে কী এবার 'অরাজনৈতিক' পদপ্রার্থী হয়ে আরও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নামছেন তিনি ?

ইতিমধ্যেই 15 জুন দিল্লি পৌঁছনোর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি । লালুপ্রসাদ যাদব দাবি করেছেন, তিনি ইতিমধ্যেই দিল্লি যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে ফেলেছেন । 15 জুন তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে । 2017 সালের রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ।

ইনি অবশ্য রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান নন । 42 বছরের লালু মারহাউরা বিধানসভা কেন্দ্রের রহিমপুর গ্রামের বাসিন্দা । নাম এক হলেও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো তাঁর বিশেষ প্রভাব-প্রতিপত্তিও নেই । ফলে গতবার তিনি মনোনয়নপত্র জমা দিলেও পর্যাপ্ত সংখ্যক প্রস্তাবক না থাকায় তা গৃহীতই হয়নি । কিন্তু লালু হাল ছাড়তে নারাজ । ফলে আসন্ন নির্বাচনেও তাঁর একমাত্র লক্ষ্য দেশের সাংবিধানিক প্রধানের পদে বসা ।

আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার পর তৎপর সোনিয়াও, কথা বিরোধী নেতৃত্বের সঙ্গে

শুধু রাষ্ট্রপতি নির্বাচনেই নয়, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা, প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি কখনও না কখনও প্রতিদ্বন্দ্বিতা করেছেন । তার মধ্যে প্রায় প্রত্যেকবার জামানত বাজেয়াপ্ত হলেও কুছ পরোয়া নেহি । লালুর কথায়, ''পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি । আর কিছু না হলে আমি সবচেয়ে বেশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার রেকর্ড করতে পারি ।''

ABOUT THE AUTHOR

...view details