পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lalu Prasad Yadav: ইগো ভুলে বিজেপির বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটে সামিল হওয়ার আহ্বান লালুর - বিরোধী বৈঠক

Lalu Prasad Yadav on INDIA: বৃস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হয়েছে ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠক ৷ তার আগে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জোট শরিকদের ইগো ভুলে এক হওয়ার কথা বললেন লালু প্রসাদ যাদব ৷

Lalu Prasad Yadav
Lalu Prasad Yadav

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 8:05 PM IST

মুম্বই, 31 অগস্ট: ‘ইন্ডিয়া’ ব্লকে যে রাজনৈতিক দলগুলি সামিল হবে, তাদের দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষা করার জন্য ইগো ভুলে এক জোট হতে হবে ৷ বৃহস্পতিবার এই বক্তব্যই পাওয়া গিয়েছে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের কাছ থেকে ৷ এ দিন তিনি বলেন, "ইন্ডিয়া মানে আমরা সবাই দেশকে রক্ষা করতে, দারিদ্র্য ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে এবং কৃষকদের অবস্থার উন্নতি করতে একত্রিত হয়েছি ।"

মুম্বইয়ে আজ থেকে শুরু হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির ‘ইন্ডিয়া’ ব্লকের তৃতীয় বৈঠক ৷ সেই বৈঠকে যোগ দিতেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী বাণিজ্য নগরীতে পৌঁছেছেন ৷ সেখানে পৌঁছানোর পর জোট নিয়ে এই মন্তব্য করেন তিনি ৷

লালু প্রসাদ যাদব বলেন, "নরেন্দ্র মোদি সরকার ব্যর্থ হয়েছে, তাই ভারতীয় সংবিধান এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে আমাদের একত্রিত হতে হবে । আমাদের অহং ত্যাগ করে একটি সাধারণ কারণ বা একটি সাধারণ কর্মসূচি তৈরি করতে হবে৷ আ (2024 সালের লোকসভা নির্বাচন) একের বিরুদ্ধে এক লড়াই করতে হবে ।"

মুম্বইয়ে পৌঁছে সিদ্ধিবিনায়ক মন্দিরে যান৷ সেখানে তাঁর সঙ্গে ছিলেন মেয়ে মিসা ভারতী ৷ বৈঠকে তাঁর সঙ্গে থাকবেন ছেলে তথা বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ তিনি জানান, গত বছর বিহারে মহাজোটের সরকার ফের ক্ষমতায় এসেছে ৷ তার পর লালু প্রসাদ যাদব ও নীতীশ কুমার একসঙ্গে কাজ করার শপথ নিয়েছেন ৷ সেই জোটের ক্ষমতায় ফেরার এক বছরের মধ্যে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট তৈরি হয়ে গেল ৷

আরও পড়ুন:মুম্বইয়ে মেগা বৈঠকে 'ইন্ডিয়া' ! আসন বণ্টন নিয়ে আলোচনার সম্ভাবনা

তেজস্বীর দাবি, মানুষ এখন বিজেপির প্রকৃত বিকল্পের খোঁজ করছে ৷ আর ইন্ডিয়া জোট সেই বিকল্পই দেওয়ার চেষ্টা করছে ৷ তাই মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারলে মানুষও তাঁদের ক্ষমা করবে না বলেই তাঁর মত ৷

ABOUT THE AUTHOR

...view details