পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lalu hospitalised: সিঁড়ি থেকে পড়ে ভাঙল কাঁধের হাড়, হাসপাতালে লালু

নিজের বাড়িতেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব (Lalu hospitalised)৷ তাঁকে পটনার পরস হাসপাতালে ভর্তি করা হয়েছে (Lalu Prasad Yadav hospitalised in Patna)৷

Lalu Prasad Yadav hospitalised in Patna after fall from stairs
সিঁড়ি থেকে পড়ে ভাঙল কাঁধ, হাসপাতালে লালু

By

Published : Jul 4, 2022, 10:50 AM IST

পটনা, 4 জুলাই: হাসপাতালে ভর্তি রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব (Lalu hospitalised)৷ নিজের বাড়িতেই সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন তিনি ৷ চোট লাগায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

রবিবার সিঁড়ি থেকে পড়ে যান লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav hospitalised in Patna)৷ এরপর সোমবার ভোররাতে তাঁকে পটনার পরস হাসপাতালে ভর্তি করা হয় ৷ জানা গিয়েছে, কাঁধের হাড় ভেঙেছে আরজেডি প্রধানের ৷ চোট লেগেছে পিঠেও ৷ 74 বছরের লালুর নানা শারীরিক সমস্যা থাকায় এর আগে চলতি বছরের শুরুর দিকে তাঁকে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমস হাসপাতালে ৷ প্রায় সাড়ে তিন বছর পর 2021 সালের অক্টোবরে তিনি পটনা ফেরেন ৷ এপ্রিল মাসে জেল থেকে মুক্তি পাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লিতে ছিলেন তিনি ৷

আরও পড়ুন:দেশ ক্রমে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে : লালু

ডোরান্ডা ট্রেজারি থেকে বেআইনি ভাবে 139.35 কোটি টাকা তুলে নেওয়ার মামলায় গত এপ্রিল মাসে লালুর জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে জড়িত এই মামলা (Lalu Prasad Yadav slams BJP)৷ গত ফেব্রুয়ারি মাসে পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারি মামলার সঙ্গে জড়িত ডোরান্ডা ট্রেজারি থেকে বেআইনি ভাবে টাকা তোলার ঘটনায় লালুকে দোষী সাব্যস্ত করে রাঁচির বিশেষ সিবিআই আদালত ৷ এই মামলায় 14 বছরের হাজতবাস ও 60 লাখ টাকা জরিমানার সাজা শোনানো হয়েছে তাঁকে ৷ এর আগে, দুমকা, দেওঘর ও চাইবাসা ট্রেজারি মামলায় জামিন পেয়েছেন আরজেডি প্রধান ৷

ABOUT THE AUTHOR

...view details