পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lalu Yadav re-admits in AIIMS : 6 ঘণ্টা পর্যবেক্ষণে রেখে ভোরে মুক্তি, বেলায় ফের এইমসে ভর্তি লালু - Lalu Prasad Yadav discharged by AIIMS Delhi

সারারাত পর্যবেক্ষণের পর ভোরে মুক্তি দিয়েছিল দিল্লির এইমস হাসপাতাল ৷ তবে বেলার দিকে ফের হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করতে হলে লালু প্রসাদ যাদবকে (Lalu Yadav re-admits in AIIMS Delhi)৷

Lalu Prasad Yadav discharged by AIIMS Delhi after 6-hr observation, later re-admits him
6 ঘণ্টা পর্যবেক্ষণে রেখে ভোরে মুক্তি, বেলায় ফের এইমসে ভর্তি লালু

By

Published : Mar 23, 2022, 4:44 PM IST

নয়াদিল্লি, 23 মার্চ:সারারাত পর্যবেক্ষণে রাখার পর আজ ভোর রাতের দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদবকে (Lalu Yadav re-admits in AIIMS Delhi) ৷ তবে তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই আজ দুপুরে ফের তাঁকে দিল্লির এইমস হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করতে হল (Lalu Yadav Health Update)৷

রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের মেডিক্যাল বোর্ড জানিয়েছিল যে, সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা প্রয়োজন ৷ সেই মতোই মঙ্গলবার রাত 9টা নাগাদ এইমসে ভর্তি করা হয় 73 বছরের আরজেডি নেতাকে ৷ এরপর 6 ঘণ্টা তাঁকে রাখা হয় পর্যবেক্ষণে ৷

আরও পড়ুন:Lalu Convicted in Fodder Scam Case : পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ, সাজা ঘোষণা 21 ফেব্রুয়ারি

মঙ্গলবার সকালে একটি সূত্র জানান, "সারারাত ইমার্জেন্সিতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল লালুকে ৷ এরপর ভোর প্রায় 3টে নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷" তবে তার কিছু সময় পর আজই বেলা 12.30টা নাগাদ ফের এইমসে ভর্তি করতে হয় লালুকে ৷

তাঁর চিকিৎসার জন্য রাঁচির হাসপাতালে গঠিত 7 সদস্যের মেডিক্যাল বোর্ডের নেতৃত্বে থাকা ডা. বিদ্যাপতি জানিয়েছেন, "প্রসাদের ক্রিয়েটিনিন লেভেল বেড়ে 4.6 হয়ে গিয়েছিল, যেটা আগে ছিল 3.5 ৷ ব্লাড সুগার ও ব্লাড প্রেশার ওঠানামা করছিল ৷ তাঁর কিডনির 15-20 শতাংশ কাজ করছিল ৷" এই অবস্থায় ডাক্তারদের পরামর্শে আর ঝুঁকি না নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করা হয়েছে লালুকে ৷

গত 21 ফেব্রুয়ারি ডোরান্ডা ট্রেজারির 139 কোটিরও বেশি টাকা তছরুপের অভিযোগে দোষী সাব্যস্ত লালুকে পাঁচ বছরের হাজতবাস ও 60 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় সিবিআই-এর বিশেষ আদালত ৷

আরও পড়ুন :পশুখাদ্য মামলায় জামিন মঞ্জুর, জেল থেকে ছাড়া পাচ্ছেন লালু

ABOUT THE AUTHOR

...view details