পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tej Pratap Yadav : দিল্লিতে ‘আটক’ লালুপ্রসাদ, তেজপ্রতাপের নিশানায় তেজস্বী - তেজপ্রতাপ যাদব

লালুপ্রসাদ যাদবকে দিল্লিতে গৃহবন্দি করে রাখা হয়েছে ৷ অভিযোগ তাঁর বড় ছেলে তেজপ্রতাপের ৷ তাঁর দাবি, কিছু লোক আরজেডি সভাপতি হওয়ার স্বপ্ন দেখছেন বলেই তাঁর বাবাকে এভাবে আটকে রাখা হয়েছে ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, এক্ষেত্রে ছোট ভাই তেজস্বী যাদবকেই নিশানা করেছেন তেজপ্রতাপ ৷

Lalu Prasad Yadav being held hostage in New Delhi, alleges Tej Pratap Yadav
Tej Pratap Yadav : দিল্লিতে ‘আটক’ লালুপ্রসাদ, তেজপ্রতাপের নিশানায় তেজস্বী

By

Published : Oct 3, 2021, 1:27 PM IST

পটনা, 3 অক্টোবর : জামিন পাওয়া সত্ত্বেও দিল্লিতে ‘আটক’ করে রাখা হয়েছে তাঁর বাবাকে ! অভিযোগ আরজেডি (Rashtriya Janata Dal) নেতা তেজপ্রতাপ যাদবের (Tej Pratap Yadav) ৷ শনিবার তিনি জানান, চলতি বছরের শুরুতেই তাঁর বাবা লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) জামিনের আবেদন মঞ্জুর করে আদালত ৷ কিন্তু তারপরও মুক্তি দেওয়া হয়নি প্রবীণ রাজনীতিককে ৷ বদলে দিল্লিতে তাঁকে ‘গৃহবন্দি’ করে রাখা হয় ৷

আরও পড়ুন :পশুখাদ্য মামলায় জামিন মঞ্জুর, জেল থেকে ছাড়া পাচ্ছেন লালু

শনিবার পটনায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তেজপ্রতাপ ৷ সেখানেই তিনি বলেন, ‘‘বেশ কয়েক মাস আগেই আমার বাবার জামিন মঞ্জুর হয়ে গিয়েছে ৷ কিন্তু, তারপরও তাঁকে দিল্লিতে আটক করে রাখা হয়েছে ৷ আসলে দলেরই কিছু লোক দিবাস্বপ্ন দেখছেন ৷ তাঁরা আরজেডি-র প্রধান নেতা হতে চাইছেন ৷’’ অর্থাৎ বাবার এই দুরবস্থার জন্য দলীয় সহকর্মীদেরই কাঠগড়ায় তুলেছেন তেজপ্রতাপ ৷ আরও স্পষ্ট করে বললে সোজাসুজি নিজের ভাই তেজস্বী যাদবের (Tejashwi Yadav) দিকেই আঙুল তুলেছেন তেজপ্রতাপ ৷

লালুপুত্র জানিয়েছেন, তাঁর সঙ্গে ইতিমধ্যেই তাঁর বাবার কথা হয়েছে ৷ তিনি বলেন, ‘‘আমার সঙ্গে বাবার কথা হয়েছিল ৷ আমি তাঁকে পটনায় থেকেই সংগঠনের দায়িত্ব সামলাতে বলেছিলাম ৷ আমার বাবা যখন পটনায় থাকতেন, তখন আমাদের বাড়ির সদর দরজা সবসময় খোলা থাকত ৷ যে কেউ তাঁর সঙ্গে সরাসরি দেখা করতে পারতেন ৷ আমজনতার সঙ্গে আউট হাউসে দেখা করতেন তিনি ৷ কিন্তু এখন বাবার শরীর ভাল নেই ৷ দলের ভিতরেই এমন চার-পাঁচজন আছেন, যাঁরা আরজেডি-র জাতীয় সভাপতি হওয়ার স্বপ্ন দেখছেন ৷ আলাদা করে আর তাঁদের নাম উল্লেখ করার কোনও প্রয়োজন নেই ৷ কারণ, সবাই সবকিছু জানেন ৷ ওঁকে (লালুপ্রসাদ যাদব) বছর খানেক আগেই কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল ৷ অথচ, এখনও তিনি আটক হয়ে রয়েছেন ৷’’

আরও পড়ুন :তেজপ্রতাপের চিঠিতে বানান বিভ্রাট, ‘লালু’ হলেন ‘লালো’!

তেজপ্রতাপের এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি তাঁর ভাই তেজস্বীর সঙ্গে সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে ? ওয়াকিবহাল মহলের একাংশ অন্তত তেমনই মনে করছে ৷ মনে করা হচ্ছে, লালুপ্রসাদ যাদবের পরবর্তীতে আরজেডি-র অন্দরে তেজস্বীর উত্থান মেনে নিতে পারছেন না তাঁর দাদা ৷ খাতায়-কলমে লালুপ্রসাদই এখনও আরজেডি-র সভাপতি পদে রয়েছেন ৷ কিন্তু, তাঁর বকলমে দল চালাচ্ছেন তেজস্বীই ৷ এমনকী, বিহার বিধানসভারও বিরোধী দলনেতা তিনি ৷ উল্লেখ্য, চলতি বছরেরই অগস্ট মাসে দাদাকে ‘শৃঙ্খলা’ রক্ষার পরামর্শ দিয়েছিলেন তেজস্বী ৷ এছাড়া, আরজেডি-র ছাত্র সংগঠনের রাজ্য সভাপতির পদ থেকে আকাশ যাদবের অপসারণ নিয়েও দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য রয়েছে ৷ আকাশ যাদব তেজপ্রতাপের কাছের মানুষ বলে পরিচিত ৷ আর সেই কারণেই তাঁকে তেজস্বী পছন্দ করেন না বলে শোনা যায় ৷

ABOUT THE AUTHOR

...view details