পটনা, 6 জুলাই: শারীরিক অবস্থার অবনতি হচ্ছে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ৷ বুধবার বিকেলেই 74 বছর বয়সি নেতাকে দিল্লি এইমস-এ উড়িয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে ৷ বিগত কয়েক বছর ধরে কিডনি, হৃদযন্ত্রের সমস্যা, ডায়াবিটিস ও অন্য নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সূত্র অনুযায়ী, রবিবার তিনি তাঁর সারকুলার রোডের বাড়ির সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে যান ৷ তাঁর বাঁ-কাঁধ মারাত্মক জখম হয়েছে ৷ তাঁকে পরস হাসপাতালে ভর্তি করা হয় (RJD Supremo Lalu Prasad to be airlifted to Delhi AIIMS amid worsening health) ৷
মঙ্গলবারই আরজেডি সুপ্রিমোর (RJD supremo Lalu Prasad) স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আরজেডি মুখপাত্র চিতরঞ্জন গগন (Chitranjan Gagan) একটি বিবৃতিতে জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে কথা বলে আরজেডি সুপ্রিমোর স্বাস্থ্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ৷ তিনি আরজেডি প্রধানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷
আরও পড়ুন: সিঁড়ি থেকে পড়ে ভাঙল কাঁধের হাড়, হাসপাতালে লালু