পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lalu Prasad Yadav: শারীরিক অবস্থা ভালো নয়, এয়ারলিফ্ট করে দিল্লি এইমসে আনা হচ্ছে লালুপ্রসাদকে - অসুস্থ লালু প্রসাদ যাদব

রবিবার পটনায় নিজের বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলেন বর্ষীয়ান নেতা লালুপ্রসাদ যাদব ৷ তাতে কাঁধের হাড়ে চোট পেয়েছেন ৷ এখন হাসপাতালে ভর্তি ৷ তবে শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় (Lalu Prasad Yadav) ৷

Lalu Prasad Yadav Health Condition
অসুস্থ লালু প্রসাদ যাদব

By

Published : Jul 6, 2022, 2:30 PM IST

পটনা, 6 জুলাই: শারীরিক অবস্থার অবনতি হচ্ছে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ৷ বুধবার বিকেলেই 74 বছর বয়সি নেতাকে দিল্লি এইমস-এ উড়িয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে ৷ বিগত কয়েক বছর ধরে কিডনি, হৃদযন্ত্রের সমস্যা, ডায়াবিটিস ও অন্য নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সূত্র অনুযায়ী, রবিবার তিনি তাঁর সারকুলার রোডের বাড়ির সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে যান ৷ তাঁর বাঁ-কাঁধ মারাত্মক জখম হয়েছে ৷ তাঁকে পরস হাসপাতালে ভর্তি করা হয় (RJD Supremo Lalu Prasad to be airlifted to Delhi AIIMS amid worsening health) ৷

মঙ্গলবারই আরজেডি সুপ্রিমোর (RJD supremo Lalu Prasad) স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আরজেডি মুখপাত্র চিতরঞ্জন গগন (Chitranjan Gagan) একটি বিবৃতিতে জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে কথা বলে আরজেডি সুপ্রিমোর স্বাস্থ্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ৷ তিনি আরজেডি প্রধানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷

আরও পড়ুন: সিঁড়ি থেকে পড়ে ভাঙল কাঁধের হাড়, হাসপাতালে লালু

ইটিভি ভারতের প্রতিনিধিকে নেতার পরিবারের এক ঘনিষ্ঠ বলেন, "তেজস্বী একটি এয়ার অ্যাম্বুলেন্স বুক করে ফেলেছেন ৷ সেটি পটনা বিমানবন্দরে আসার অপেক্ষায় রয়েছি ৷ বিমানবন্দরে এলেই লালুজিকে এয়ারলিফ্ট করে দিল্লির এইমস-এ নিয়ে যাওয়া হবে ৷ সেখানে তিনি আরও ভালো চিকিৎসা পাবেন ৷"

লালুপ্রসাদের মেয়ে রোহিণী আচার্য আরজেডি নেতার ছবি টুইটারে পোস্ট করেন ৷ তা দেখেই বোঝা যায় এক সময়ের দাপুটে নেতা খুবই কষ্টে রয়েছেন ৷ মেয়ের মুখেও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ৷ তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও তেজস্বীকে ফোন করেছেন ৷ ছেলে তেজস্বী পরস হাসপাতালে অসুস্থ বাবার কাছে কাছেই থাকছেন ৷

গতকাল রাতে, তেজস্বী যাদব তাঁর নিজস্ব ফেসবুক পেজে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তিনি সকলকে হাসপাতালে না আসার অনুরোধ জানান ৷ এতে হাসপাতালে ভর্তি অন্য রোগীদের সমস্যা হতে পারে ৷

আরও পড়ুন: দেশ ক্রমে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে : লালু

ABOUT THE AUTHOR

...view details