নয়া দিল্লি, 17 জুলাই:সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন ললিত মোদি ৷ দিনকয়েক হল দুইয়ের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা তুঙ্গে ৷ দিনকয়েক আগে সুস্মিতার সঙ্গে ছবি পোস্ট করে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান লেখেন, 'নতুন জীবন শুরু হচ্ছে ৷' এরপর থেকে নেটমাধ্যমে ব্যাপক ট্রলেরও শিকার হয়েছেন তিনি (Lalit Modi was criticized in social media) ৷ এবার তা নিয়েই পালটা আক্রমণ শানালেন ললিত ৷ রবিবার ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, "সংবাদমাধ্যম আমার সমালোচনা করতে কেন মুখিয়ে থাকে জানি না ৷ আমার মনে হয় আমরা এখনও মধ্যযুগে বাস করছি ৷ সেখানে দু'জন মানুষের বন্ধু হওয়ার সুযোগ নেই! দুটো মানুষের সম্পর্ককে আমরা অন্যভাবে দেখতে পছন্দ করি ।" প্রায় 500 শব্দের এই পোস্টের সঙ্গে দশটি ছবিও পোস্ট করেছেন তিনি । সেখানে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দলাই লামা-সহ অনেক বিশিষ্টকেই দেখা যাচ্ছে ।
পোস্টে নিজের প্রয়াত স্ত্রী মিনালের কথাও বলেছেন আইপিএলের প্রথম চেয়ারম্যান । তিনি লেখন, "12 বছরের বিবাহিত জীবনে মিনালই ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু ৷ তাঁকে নিয়েও গুজব রটায় কেউ কেউ ৷ বলা হয় সে নাকি আমার মায়ের বন্ধু ছিল ৷ এটিও সম্পূর্ণ ভুল তথ্য ৷"