মুম্বই, 30 মার্চ: এবার রাহুল গান্ধিকে (Congress Leader Rahul Gandhi) আক্রমণ করলেন ললিত মোদি ৷ বৃহস্পতিবার একের পর এক টুইট করে রাহুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান (Ex IPL Chairman Lalit Modi) ৷ তিনি রাহুল গান্ধির বিরুদ্ধে ব্রিটেনের আদালতে (UK Court) মামলা দায়েরেরও হুঁশিয়ারি দিয়েছেন ৷ রাহুলের ‘তল্পিবাহক’রা কেন তাঁকে ‘পলাতক আসামি’ বলছেন, সেই প্রশ্নের উত্তর পেতেই ওই মামলা দায়ের করতে চান বলে জানিয়েছেন ললিত ৷
টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমি দেখছি যে প্রতিটি টম, ডিক অ্যান্ড গান্ধি অনুগামী বারবার আমাকে পলাতক আসামি বলছে ৷ কেন ? কীভাবে ? কোন মামলায় আমি দোষী সাব্যস্ত হয়েছি ?’’ রাহুল গান্ধিকে তিনি ‘পাপ্পু’ বলেও কটাক্ষ করেছেন ৷ রাহুলকে ভারতের একজন ‘সাধারণ নাগরিক’ বলে টুইটারে উল্লেখ করেছেন তিনি ৷ তাঁর দাবি, অন্য বিরোধী রাজনৈতিক দলের নেতারাও একই অভিযোগ করছেন ৷ ওই নেতাদের কাছে হয় তথ্য নেই, না হলে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁরা তাঁকে আক্রমণ করছেন বলে দাবি ললিতের ৷
এর পরই তিনি সরাসরি রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন ৷ লিখেছেন, ‘‘আমি ঠিক করেছি অন্তত রাহুল গান্ধিকে যুক্তরাজ্যের আদালতে টেনে নিয়ে আসব ৷ আমি নিশ্চিত যে তিনি উপযুক্ত প্রমাণ নিয়ে আসবেন ৷ আমি তাঁকে পুরোপুরি বোকা বনে যেতে দেখতে চাই ৷’’ একই সঙ্গে বেশ কয়েকজন কংগ্রেস নেতার নাম হ্যাশট্য়াগ দিয়ে লিখেছেন ললিত মোদি ৷ ওই নেতাদের গান্ধি পরিবারের তল্পিবাহক বলে কটাক্ষ করেছেন ৷ প্রশ্ন তুলেছেন, ওই নেতাদের বিদেশে সম্পত্তি কীভাবে রয়েছে ?