পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lal Bahadur Shastri: লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতি আগলে দাঁড়িয়ে বেনারসের রামনগরের এই বাড়ি - লাল বাহাদুর শাস্ত্রী

সোমবার দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষীকি ৷ বারানসীর রামনগর এলাকায় তাঁর পৈতৃক বাড়িতে তৈরি হয়েছে তাঁর স্মৃতি সংগ্রহশালা ৷

ETV Bharat
লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতি সংগ্রহশালা

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 9:03 PM IST

বেনারস, 2 অক্টোবর:দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 119 তম জন্মবার্ষিকী সোমবার ৷ এদিন তাঁকে স্মরণ করে দিল্লিতে বিজয় ঘাটে তাঁর সমাধিস্থলে গিয়ে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিভিন্ন নেতৃবৃন্দ ৷ তাঁর দেওয়া 'জয় জওয়ান জয় কিষাণ' স্লোগান আজও উচ্চারিত হয় প্রত্যেক ভারতবাসীর মুখে মুখে ৷ তাঁর জন্মবার্ষিকীতে একবার ফিরে দেখা যাক দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীর জীবন ইতিহাসের দিকে ৷

1904 সালের 2 অক্টোবর বারানসীর রামনগর এলাকায় জন্মগ্রহণ করেন লাল বাহাদুর শাস্ত্রী ৷ ছোটবেলায় তাঁকে 'নন্হে' বলে ডাকা হতো ৷ তাঁর বাবা মুন্সি শারদাপ্রসাদ শ্রীবাস্তব একজন অধ্যাপক ছিলেন এবং তাঁর মায়ের নাম ছিল রামদুলারী ৷ 1927 সালে মাত্র 23 বছর বয়সে তাঁর বিয়ে হয় ললিতা শাস্ত্রীর সঙ্গে ৷ দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে 1964 সালের 9 জুন থেকে 1966 সালের 11 জানুয়ারি পর্যন্ত তিনি তাঁর পদে ছিলেন ৷ মাত্র 18 মাস তিনি এই পদে ছিলেন ৷

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশল কিশোর মিশ্র জানিয়েছেন, কাশীর লোক লাল বাহাদুর শাস্ত্রীকে নন্হে বলেই ডাকতেন ৷ এমনকী প্রধানমন্ত্রী হওয়ার পরেও তাঁর সঙ্গে যখন বয়ঃজ্যেষ্ঠদের দেখা হতো, তাঁরা লাল বাহাদুর শাস্ত্রীকে ওই নামেই ডাকতেন ৷ বিষয়টি নিয়ে খুব খুশি হয়েছিলেন তিনি ৷ বেনারস শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূর রামনগর এলাকায় থাকতেন লাল বাহাদুর শাস্ত্রী ৷ বন্যার সময় যখন তাঁর এলাকা ভেসে যেত, তখনও সাঁতার কেটে কাশী বিদ্যাপীঠে পড়তে যেতেন তিনি ৷ দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি উত্তরপ্রদেশ সরকারের পরিবহণ ও পুলিশ মন্ত্রী ছিলেন ৷ সেই সময় একদিন বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন রাজ্যের মানুষ ৷ তা দমন করতে পুলিশকে লাঠিচার্জের কথা বলেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্থ ৷ সে কথা জানতে পেরে, বিক্ষোভকারীদের গায়ে জল ঢেলে তাঁদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন শাস্ত্রী ৷ তাঁর মত ছিল, "আমরা নিজেদের লোকেদের লাঠিপেটা করতে পারি না, তাঁদের ভালোবেসে ডেকে বোঝাতে পারি ৷"

আরও পড়ুন: জন্ম জয়ন্তীতে রাজঘাটে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

শাস্ত্রীর রামনগরের বাড়িটি বর্তমানে লাল বাহাদুর শাস্ত্রী সংগ্রহশালা নামে পরিচিত ৷ এখানে তাঁর বহু স্মৃতি সংগৃহীত রয়েছে ৷ তাঁর প্রধানমন্ত্রিত্বের সময়ের নানা ছবি দিয়ে সেখানে তৈরি হয়েছে বিশেষ ফটো গ্যালারি ৷ তাঁর ব্যবহৃত বহু সামগ্রীও এখানে রাখা আছে ৷ তিনি সর্বদা যে স্যুটকেসটি ব্যবহার করতেন, সেটিও রাখা আছে এই সংগ্রহশালায় ৷ এখানে একটি মাটির তৈরি ঘরও আছে, যেখানে তিনি থাকতেন ৷ এখানকার কেয়ারটেকার মহেন্দ্রনাথ লাল জানিয়েছেন, এই সংগ্রহশালাটি আসলে শাস্ত্রীজীর পৈতৃক আবাস ৷ এখানে তাঁর শোয়ার ঘর, কাঁচা রান্নাঘর, ললিতা শাস্ত্রীর ঘর, তাঁর পরিহিত ধুতি, পাঞ্জাবি সব রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details