নয়াদিল্লি, 16 ডিসেম্বর :লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র (Lakhimpur Kheri violence planned conspiracy) ৷ বিশেষ তদন্তকারী দল এই রিপোর্ট (SIT report on Lakhimpur Kheri) দেওয়ার একদিন পরই এই নিয়ে উত্তাল হল সংসদ (opposition protests in parliament over Lakhimpur Kheri) ৷ কেন্দ্রকে নিশানা করে দিনভর আক্রমণ শানালো বিরোধীরা ৷ লখিমপুর খেরির হিংসায় মূল অভিযুক্ত আশিস মিশ্র টেনির বাবা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সরব হয় কংগ্রেস ও অন্যান্য দলগুলি ৷ তুমুল বিক্ষোভের জেরে সারাদিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন (Lok Sabha adjourned)৷
লখিমপুর খেরির ঘটনা নিয়ে আলোচনা চেয়ে আজ রাজ্যসভায় (Rajya Sabha Lakhimpur Kheri) মুলতুবি প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুদা (Congress MP Deepender Singh Hooda)৷ এই নিয়ে আলোচনা চেয়ে লোকসভায় (Lakhimpur Kheri and Lok Sabha) সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ইস্তফা দাবি করে রাহুল (Rahul Gandhi on Lakhimpur Kheri) বলেন, লখিমপুর খেরিতে যে হত্যাকাণ্ড হয়েছে তা নিয়ে তাঁকে বলতে অনুমতি দেওয়া উচিত ৷ রাগার কথায়, "মন্ত্রী ওই ঘটনায় জড়িত এবং বলা হচ্ছে যে এটা একটা ষড়যন্ত্র ৷ যে মন্ত্রী কৃষকদের হত্যা করেছে, তাঁর হয় ইস্তফা দেওয়া উচিত, নয়তো তাঁকে শাস্তি দেওয়া উচিত ৷"
আরও পড়ুন:SIT on Lakhimpur Kheri: লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, আদালতে জানাল সিট