নয়া দিল্লি, 7 অক্টোবর : লখিমপুর খেরির ঘটনায় সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি আগামিকাল ৷ মামলার শুনানি শুনবেন প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানা-র (N V Ramana) নেতৃত্ব গঠিত 3 সদস্যের বেঞ্চ ৷ আজ সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চায় 3 অক্টোবর লখিমপুর খেরির ঘটনায় কারা অভিযুক্ত এবং কাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ ওই দিনের মর্মান্তিক ঘটনায় 8 জন মারা গিয়েছেন ৷ তাই এর মধ্যে অভিযুক্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ও প্রশ্ন তোলে প্রধান বিচারপতি-সহ বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) এবং হিমা কোহলির (Justice Hime Kohli) বেঞ্চ ৷
তখন সরকারি আইনজীবী জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি দ্বারা একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে ৷ তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার একটি রিপোর্ট জমা দেবে আগামিকাল ৷ তাই সর্বোচ্চ আদালত কালকের জন্য মামলার শুনানি দিন ঠিক করে ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : লখিমপুরের তদন্তে এক সদস্যের কমিশন গড়ল উত্তরপ্রদেশ সরকার
এই ঘটনায় উত্তাল দেশের রাজনীতি ৷ বিরোধী পক্ষ একজোট হয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে দোষী সাব্যস্ত করেছে ৷ 3 অক্টোবর উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী (UP Deputy Chief Minister) কেশবপ্রসাদ মৌর্যের (Keshav Prasad Maurya) আসার কথা ছিল লখিমপুর খেরিতে ৷ কেন্দ্রের 3টি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মৌর্যের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন স্থানীয়রা ৷ সেই সময় 4 জন কৃষকের উপর দিয়ে এসইউভি চালিয়ে পিষে মারা হয় ৷ এর ফলস্বরূপ 2 জন বিজেপি কর্মী এবং একজন গাড়িচালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ৷ এই হিংসার ঘটনায় একজন সাংবাদিকও প্রাণ হারান ৷
এই ঘটনায় তিকোনিয়া থানায় (Tikonia police station) স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (Union Minister of State for Home) অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলে আশিস মিশ্র (Ashish Mishra) ও অন্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) 302 নম্বর ধারায় (খুন) এফআইআর দায়ের করা হয় ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷