লখিমপুর খেরি, 2 জানুয়ারি : লখিমপুর খেরিতে 3 বিজেপি নেতাকে পিটিয়ে মারার ঘটনায় 2 কৃষককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের সিট (SIT arrests two farmers in Lakhimpur Kheri Case) ৷ পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া দুই কৃষক হলেন, কমলজিৎ সিং এবং কাওয়ালজিৎ সিং সোনু ৷ গত 3 অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় ক্ষিপ্ত কৃষকরা বিজেপির কর্মীদের মারধর করেন ৷ সেই ঘটনায় 3 বিজেপি কর্মীর মৃত্যু হয় ৷ শনিবার ওই 3 বিজেপি কর্মীকে খুনে জড়িত থাকার অভিযোগে 2 কৃষককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের গঠিত তদন্তকারী সিট ৷
অভিযোগ, তাঁরা গত দু’মাস ধরে পুলিশের নজর এড়িয়ে লুকিয়ে ছিলেন ৷ এর আগে সিটের তরফে কয়েকজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছিল ৷ যেখানে এই 2 জনও ছিলেন (farmers arrested for allegedly lynching of BJP workers) ৷ তাঁদের গ্রেফতারের পর ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন সিটের তদন্তকারীরা ৷ এনিয়ে মোট 6 জন কৃষককে গ্রেফতার করা হয়েছে ওই 3 বিজেপি কর্মীকে গণপিটুনিতে মারার ঘটনায় ৷ এর আগে গ্রেফতার হওয়া 4 অভিযুক্ত কৃষক হলেন, বিচিত্র সিং, গুরবিন্দর সিং, অবতার সিং এবং রণজিৎ সিং ৷