পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lakhimpur Kheri : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীপুত্রের তিনদিনের পুলিশ হেফাজত - পুলিশ হেফাজত

লখিমপুর খেরির ঘটনায় মন্ত্রীপুত্র আশিস মিশ্রকে তিনদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল স্থানীয় দায়রা আদালত ৷ পুলিশের অভিযোগ, আশিস তদন্তে অসহযোগিতা করছেন ৷ সেই কারণেই অভিযুক্তকে পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন মঞ্জুর করেন বিচারক ৷

Lakhimpur Kheri : Ashish Mishra remanded to three days police custody
Lakhimpur Kheri : লখিমপুর খেরি হত্যাকাণ্ডে মন্ত্রীপুত্রের তিনদিনের পুলিশ হেফাজত

By

Published : Oct 11, 2021, 7:53 PM IST

লখনউ, 11 অক্টোবর :লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্রকে (Ashish Mishra) তিনদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত ৷ সোমবার লখিমপুর খেরির স্থানীয় দায়রা আদালত এই নির্দেশ দিয়েছে ৷ এদিন সকাল 11 টা নাগাদ এই মামলার শুনানি শুরু হয় ৷ সংশ্লিষ্ট সব পক্ষের কথা শোনার পর বিচারক অভিযুক্তকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ হাই প্রোফাইল মামলা হওয়ায় এদিন শুনানি চলাকালীন আদালত চত্বরের নিরাপত্তা ছিল আঁটসাঁটো ৷

আরও পড়ুন :Priyanka Gandhi Vadra : লখনউয়ে এসেও লখিমপুরে যাননি প্রধানমন্ত্রী, মোদিকে তুলোধনা প্রিয়াঙ্কার

প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই ঘটনায় আশিস মিশ্র-সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বিশেষ তদন্ত কমিটির দায়িত্বে থাকা ডিআইজি উপেন্দ্র আগরওয়াল জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির (Ajay Mishra Teni) ছেলে আশিস তদন্তে একটুও সহযোগিতা করছেন না ৷ সেই কারণেই তাঁকে আরও জেরার প্রয়োজন রয়েছে ৷ তার জন্যই আদালতের কাছে আশিসের পুলিশ হেফাজত চাওয়া হয় ৷ পাল্টা আশিসের আইনজীবী অবধেশ সিং (Avadhesh Singh) দাবি করেন, তাঁর মক্কেল নির্দোষ ৷ এবং তার প্রমাণ হিসাবে ইতিমধ্যেই পুলিশের হাতে 100-টিরও বেশি ছবি ও ভিডিয়ো ফুটেজ তুলে দেওয়া হয়েছে ৷ বিচারক অবশ্য শেষ পর্যন্ত পুলিশের সওয়ালকেই গুরুত্ব দিয়ে আশিসের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri: লখিমপুরের ঘটনায় রাজনীতির অভিযোগ কেন্দ্রীয় কৃষি রাষ্ট্রমন্ত্রীর

প্রসঙ্গত, কৃষক আন্দোলন চলাকালীন গত 3 অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা ৷ আন্দোলনরত কৃষকদের চলন্ত গাড়ির চাকায় পিষে মারা হয় ৷ তাতে চার কৃষকের প্রাণ যায় ৷ ঘটনার পর পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে ৷ সব মিলিয়ে মৃত্যু হয় আটজনের ৷ আন্দোলনকারীদের অভিযোগ, যে গাড়ির চাকায় কৃষকদের পিষে মারা হয়েছিল, ঘটনার সময় তার চালকের আসনে ছিলেন আশিস ৷

ABOUT THE AUTHOR

...view details