পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মরশুমের প্রথম তুষারপাত দেখতে ভিড় লাহল উপত্যকায় - মরশুমের প্রথম তুষারপাত দেখতে ভিড় লাহল উপত্যকায়

হাজার খানেক ভ্রমণকারীদের ভিড় জমেছে লাহল উপত্যকার অটল টানেল ও সিসু হ্রদে ৷ মরশুমের প্রথম তুষারপাত দেখতে সপ্তাহান্তে হাজির তাঁরা ৷

Lahaul sees influx of tourists with season's first snow
Lahaul sees influx of tourists with season's first snow

By

Published : Nov 2, 2020, 5:39 PM IST

কাইলং(হিমাচল প্রদেশ), 2 নভেম্বর : একে সপ্তাহের শেষ ৷ তার উপর যদি মরশুমের প্রথম তুষারপাত হয়, তবে আনন্দ দেখে কে ! শনিবার মরশুমের প্রথম তুষারপাত শুরু হয় হিমাচল প্রদেশের লাহল উপত্যকায় ৷ এমন মনোরম দৃশ্য দেখতে ভিড় উপচে পড়েছিল ভ্রমণ পিপাসুদের ৷

চলতি বছরের অক্টবরের শেষ দিনে সাদা তুষারের চাদরে মুড়েছিল হিমাচল প্রদেশের উঁচুস্থানগুলি ৷ মরশুমের প্রথম তুষারপাতে ঢেকে গেছিল কিলং, এবং তার পার্শ্ববর্তী এলাকা, লাহল-স্পিতি জেলা ৷ সপ্তাহের শেষে ফুরসতে বেরিয়ে পড়া ভ্রমণকারীরা এই তুষারপাতকে উপভোগ করতে ছুটে এসেছেন নতুন উদ্বোধন হওয়া অটল টানেল এবং সিসু হ্রদে ৷

লাহলের হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি বীর সিং বলেন, "শীত পড়ার শুরুতেই লাহালের হোটেল এবং হোমস্টেগুলি ফাঁকা পাওয়া বেশ দুষ্কর ৷ এছাড়া, বেশ কিছু হোটেল কোরোনা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে গেছে ৷"

তবে যাই হোক, মরশুমের প্রথম তুষারপাত দেখতে আবারও ভিড় জমেছে লাহলে ৷ পঞ্জাবের এক দল টুরিস্ট অটল টানেল ঘুরে এসে জানান, "মরশুমের প্রথম তুষারপাত দেখে সত্যিই আপ্লুত ৷"

ইতিমধ্যেই লাহলে আসা ভ্রমণ পিপাসুদের ভিড়ে অটল টানেলের উত্তরভাগের কিছু দোকান ব্যবসায়ীরা এবং নৌকা চালকেরা বেশ খানিকটা ব্যবসা করে নিতে পেরেছে ৷

ABOUT THE AUTHOR

...view details