কাইলং(হিমাচল প্রদেশ), 2 নভেম্বর : একে সপ্তাহের শেষ ৷ তার উপর যদি মরশুমের প্রথম তুষারপাত হয়, তবে আনন্দ দেখে কে ! শনিবার মরশুমের প্রথম তুষারপাত শুরু হয় হিমাচল প্রদেশের লাহল উপত্যকায় ৷ এমন মনোরম দৃশ্য দেখতে ভিড় উপচে পড়েছিল ভ্রমণ পিপাসুদের ৷
চলতি বছরের অক্টবরের শেষ দিনে সাদা তুষারের চাদরে মুড়েছিল হিমাচল প্রদেশের উঁচুস্থানগুলি ৷ মরশুমের প্রথম তুষারপাতে ঢেকে গেছিল কিলং, এবং তার পার্শ্ববর্তী এলাকা, লাহল-স্পিতি জেলা ৷ সপ্তাহের শেষে ফুরসতে বেরিয়ে পড়া ভ্রমণকারীরা এই তুষারপাতকে উপভোগ করতে ছুটে এসেছেন নতুন উদ্বোধন হওয়া অটল টানেল এবং সিসু হ্রদে ৷