পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা টিকা নিয়ে নার্সকে কী বললেন প্রধানমন্ত্রী? - প্রদানমন্ত্রী

পুদুচেরির নার্সের কাছে টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নার্সদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁর।

laga-diya-aur-pata-bhi-nahi-chala-pm-told-nurse-after-receiving-vaccine
টিকা নিচ্ছেন প্রধানমন্ত্রী

By

Published : Mar 1, 2021, 11:23 AM IST

দিল্লি, 1 মার্চ : আজ করোনা ভ্য়াকসিনের প্রথম ডোজ় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি এইমসে টিকা নিয়ে নিজেই টুইট করেন তিনি। তাঁকে টিকা দেন পুদুচেরির এক নার্স। যাঁকে সাহায্য় করেন কেরালার এক নার্স। করোনা টিকা নেওয়ার পর বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

পুদুচেরির যে নার্স প্রধানমন্ত্রীকে টিকা দেন তাঁর নাম পি নিবেদা। করোনা টিকা নেওয়ার পর তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীকে কথা বলতে দেখা যায়। কী বললেন প্রধানমন্ত্রী? জানতে চাওয়া হয় পি নিবেদার কাছে। জবাবে তিনি বলেন, "প্রধানমন্ত্রী বললেন, এর মধ্য়ে হয়ে গেল? বুঝতেই পারলাম না।" পাশাপাশি নার্সদের বাড়ি ও বেশ কিছু বিষয় জানতে চান।

করোনা টিকা নিয়ে নার্সকে কী বললেন প্রধানমন্ত্রী?

আরও পড়ুন- করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন প্রধানমন্ত্রী

প্রায় তিন বছর ধরে এইমসে রয়েছেন পি নিবেদা। আজ সকালেই তাঁদের জানানো হয় প্রধানমন্ত্রী সেখানে করোনা টিকা নিতে আসবেন। এদিকে এইমসের করোনা ভ্য়াকসিন সেন্টারে বর্তমানে কর্মরত তিনি। তাই তাঁর উপরেই দায়িত্ব পড়ে টিকাকরণের।

সেখানেই কর্মরত ছিলেন অপর এক নার্স রোজ়াম্মা অনিল। তিনি কেরালার বাসিন্দা। তাঁর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর টিকা নিতে যাওয়ার পুরো বিষয়টি তাঁদের কাছে অজানা ছিল বলে জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন মোদি।

ABOUT THE AUTHOR

...view details