কোল্লাম (কেরল), 10 মে: কেরলের কোল্লাম জেলায় মহিলা চিকিৎসককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই রোগীর বিরুদ্ধে ৷ বুধবার ভোর 4টে নাগাদ ঘটনাটি ঘটেছে কোল্লাম জেলার কোট্টারাক্কারা তালুক হাসপাতালে ৷ জানা গিয়েছে সন্দীপ নামে এই ব্যক্তিকে অন্য একটি মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। তারই চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসা চলাকালীন বছর বাইশের চিকিৎসক বন্দনা দাসের উপর হাসপাতালের কাঁচি ও স্ক্যালপ নিয়ে হামলা চালায় সন্দীপ ৷ পাশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন আহত চিকিৎসকের মৃত্যু হয় ৷ পুলিশ অভিযুক্ত সন্দীপকে গ্রেফতার করেছে ৷
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী কোল্লাম পুলিশ জানিয়েছে, পুয়াপল্লি এলাকার বাসিন্দা সন্দীপের তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মারামারি হয় ৷ এই ঘটনায় তাঁকে পুলিশ গ্রেফতার করে ৷ তাঁর পায়ে আঘাত লেগেছিল মারপিটের সময় ৷ সেই ক্ষতের চিকিৎসা করাতেই কোট্টারাক্কার তালুক হাসপাতালে নিয়ে আসা হয় সন্দীপকে ৷ সেখানে চিকিৎসক তাঁর ক্ষতের চিকিৎসা করছিলেন ৷ ঠিক সে সময় হঠাৎই সন্দীপ হিংস্র হয়ে ওঠেন ৷ হাসপাতালের মেডিক্যাল সিজার এবং স্ক্যালপ নিয়ে চিকিৎসক বন্দনা দাসের উপর প্রথমে হামলা চালান তিনি ৷