পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিয়ের প্রস্তাবে না, রাগের মাথায় প্রেমিকের গোপনাঙ্গ কেটে নিলেন যুবতী! - গোপনাঙ্গ কেটে নেওয়া

Girlfriend Cut Lover Private Part: প্রেমিকের গোপনাঙ্গ কেটে নিল যুবতী! বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রেগে গিয়ে এই কাজ করেন প্রেমিকা ৷ উত্তরপ্রদেশের ললিতপুরের ঘটনা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 3:17 PM IST

Updated : Jan 8, 2024, 4:23 PM IST

ললিতপুর (উত্তরপ্রদেশ), 8 জানুয়ারি: বিয়েতে রাজি না-হওয়ায় প্রেমিকের গোপনাঙ্গ কেটে নিলেন প্রেমিকা। উত্তরপ্রদেশের ললিতপুরে রবিবার এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বেশ কিছু দিন ধরে এই দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তরুণী বিয়ের প্রস্তাব দেন। তাতে রাজি হননি যুবক। তার জেরেই এই ঘটনা ঘটেছে। আহত যুবক হাসপাতালে ভরতি। অন্যদিকে, ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না যুবতীর।

এই বিষয়ে স্থানীয় পুলিশ সুপার মহম্মদ মুস্তাক জানান, নরহাট থানা এলাকার এক যুবক এবং বালাবেহাট গ্রামের এক যুবতী রাজস্থানে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন । সেখানেই দুজনের বন্ধুত্ব হয় । কিছুদিন পর থেকে তাঁরা স্বামী-স্ত্রীর মতো থাকতে শুরু করেন । যুবককে ভালোবাসতেন যুবতী । তিনি যুবককে বিয়ে করতে চেয়েছিলেন। কোনও কারণে প্রস্তাবে রাজি হননি যুবক।

এর মধ্যে কিছুদিন আগে দু'জনেই নিজের নিজের গ্রামে ফিরে আসেন । এখানে আসার পরও দু'জনের মধ্যে কথাবার্তা চলছিল ৷ কিন্তু কিছুদিন পর থেকে যুবক প্রেমিকার থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করেন । বিষয়টি বুঝতে পেরে যুবতি বিচলিত হয়ে পড়েন ৷ তিনি প্রেমিককে বিয়ের প্রস্তাব দিতেই যুবক স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেন । এরপর যুবতি প্রেমের সম্পর্কে থাকার কথা বললেও তাতে রাজি হয়নি যুবক । এতেই রেগে যান প্রেমিকা ।

রবিবার ভোর 4টে নাগাদ কয়েকজনকে নিয়ে প্রেমিকের বাড়িতে পৌঁছন তিনি । তাদের সাহায্যে যুবককে ধরে ফেলেন ৷ তখনই ছুরি দিয়ে প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যান যুবতী । যুবকের চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে । বিষয়টি জেনে তাঁরা ওই যুবককে জেলা হাসপাতালে নিয়ে যান । যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঝাঁসি মেডিক্যাল কলেজে রেফার করা হয়। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।

Last Updated : Jan 8, 2024, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details