ভোপাল, 13 মার্চ : ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী থাকল বিজেপিশাসিত মধ্যপ্রদেশ ৷ এখানকার আলিরাজপুরের ভাগোরিয়া মেলায় (Bhagoria Tribal Fair) দিনের বেলা সকলের চোখের সামনে নারী নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিয়ো ৷
আলিরাজপুরে বর্তমানে চলছে ভাগোরিয়া মেলা ৷ আদিবাসীদের এই মেলায় সম্প্রতি দুই মহিলাকে ঘিরে ধরে যৌন হেনস্থা চালানোর অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে ৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, মহিলাদের ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কিছু যুবক ৷ কেউ কেউ তাতে উৎসাহও দিচ্ছে ৷ প্রতিবাদ তো দূর অস্ত, বরং সেই ঘটনার ভিডিয়ো করতে দেখা গিয়েছে ঘটনাস্থলে উপস্থিত আরও কিছু যুবককে ৷