মুজাফফরপুর, 14 জানুয়ারি:একমাসে বিদ্যুৎ বিল এসেছে 1 কোটি 29 লক্ষ টাকা ৷ বিল দেখে চোখ কপালে উঠেছে উপভোক্তার ৷ কী করে এত বিল এল ভেবেই কূলকিনারা খুঁজে পান না তিনি ৷ পরে দ্বারস্থ হন বিদ্যুৎ দফতরের ৷ সেখানেই মেলে সুরাহা ৷ জানা যায় আসল ঘটনা ৷
ওই গ্রাহকের নাম জামির আনসারি ৷ তাঁর বাড়ি বিহারের মুজাফফরপুরে বিশুনপুর চাঁদ এলাকায় ৷ পেশায় শ্রমিক তিনি ৷ জানা গিয়েছে, জামিরকে বিদ্যুৎ দফতরের তরফে ডিসেম্বরের বিল পাঠানো হয় ৷ সেই বিলে তিনি দেখেন, টাকার পরিমাণ 1 কোটি 29 লক্ষ ৷ এরপরেই এ বিষয়ে কনজিউমার ফোরামের সভাপতি অজয়কুমার পান্ডের কাছে অভিযোগ করেন জামির । বিষয়টি তিনি পূর্ব বিভাগের আধিকারিক শ্রাবণকুমার ঠাকুরকে জানান ৷ শ্রাবণকুমার সহকারী বিদ্যুৎ কর্মকর্তা ও জেইকে বিদ্যুৎ বিল তদন্তের নির্দেশ দেন ৷ এরপরেই বিলে অনিয়ম বিষয়টি সামনে আসে ৷ প্রায় এক ঘণ্টার মধ্যে সংশোধিত বিলও পেয়ে যান জামির ৷ ওই নতুন বিলে 1 কোটি 29 লক্ষ 846 টাকা কমে হয়েছিল 33 হাজার 378 টাকা ।
জামির আনসারি জানান, 2022 সালের ডিসেম্বর থেকে 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 42 ইউনিট বিদ্যুৎ তিনি ব্যবহার করেছেন । এরপর মার্চ থেকে জুন পর্যন্ত 331 ইউনিট ব্যবহারের তথ্য দিয়ে একটি গড় বিল তৈরি করা হয় । জুলাই মাসে 327 ইউনিট, অগস্টে 64 ইউনিট এবং সেপ্টেম্বরে 67 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে বলে জানা গিয়েছে । গত বছরের ডিসেম্বরে স্বাভাবিক মিটার সরিয়ে স্মার্ট মিটার বসানো হয় । সাধারণ মিটারে ব্যবহৃত ইউনিটগুলি স্মার্ট মিটারে রেকর্ড করা হয়েছিল । এর ফলে এত বিল আসে ৷