কুনো (মধ্যপ্রদেশ), 7 নভেম্বর: জঙ্গলের বৃহত্তর অংশে ছাড়া পাওয়ার 24 ঘণ্টার মধ্যেই প্রথম শিকার সেরে ফেলল নামিবিয়া থেকে আনা দুটি পুরুষ চিতা (Cheetahs Make First Hunt)৷ বন বিভাগের ডিএফও প্রকাশ কুমার ভার্মা এ কথা জানিয়েছেন ৷ দেশের এই নতুন অতিথিরা একটি হরিণ শিকার করেছে বলে জানা গিয়েছে (Kuno Cheetahs make their first hunt)৷
নামিবিয়া থেকে আনার পর মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের একটি ছোট এনক্লোজারে রাখা হয়েছিল আটটি চিতাকে (Large enclosure)৷ যে কোনও সংক্রমণ ছড়ানো রোধ করার জন্য বন্য প্রাণীদের অন্য দেশে স্থানান্তরিত হওয়ার আগে এবং পরে এক মাসের জন্য আলাদা রাখাটাই নিয়ম ৷ সেই সময় পেরিয়ে যাওয়ার পর শনিবার দুটি পুরুষ চিতা ফ্রেডি ও এলটনকে কোয়ারান্টাইন জোন থেকে বের করে 98 একর এনক্লোজারে ছেড়ে দেওয়া হয় ৷ তার 24 ঘণ্টার মধ্যেই প্রথম শিকার ! একটি হরিণ শিকার করেছে ওই দুই চিতা ৷ এর থেকেই বিশেষজ্ঞরা মনে করছেন যে, বিদেশি অতিথিরা ভারতীয় পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে ভালো ভাবেই খাপ খাইয়ে নিচ্ছে ৷ কর্মকর্তারা জানিয়েছেন, 5টি মহিলা-সহ বাকি 6টি চিতাকেও শীঘ্রই বড় এনক্লোজারে ছেড়ে দেওয়া হবে ৷ তাদের আপাতত আলাদা জায়গায় রেখে মহিষের মাংস খাওয়ানো হচ্ছে ।