পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tripura Municipal Election Result 2021 : 2023 আমাদের, ত্রিপুরায় ভোটের ফল বেরোতেই টুইট কুণালের - ত্রিপুরা পৌর নির্বাচনের ফলপ্রকাশ

ত্রিপুরায় ভোটের ফল বেরোতেই টুইটারে উচ্ছ্বসিত কুণাল ঘোষ (Kunal Ghosh on Tripura Municipal Election Result 2021) ৷ তাঁর বিশ্বাস, 2023-এ ত্রিপুরায় পালাবদল হবেই ৷ পদ্ম সরিয়ে মসনদে ফুটবে ঘাসফুল ৷ তাই তিনি লিখেছেন, ‘‘2023 আমাদের’’ ৷ ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মানুষকে ৷

kunal ghosh tweet on tripura municipal election result 2021
Tripura Municipal Election Result 2021 : 2023 আমাদের, ত্রিপুরায় ভোটের ফল বেরোতেই টুইট কুণালের

By

Published : Nov 28, 2021, 4:25 PM IST

Updated : Nov 28, 2021, 5:04 PM IST

কলকাতা, 28 নভেম্বর :ত্রিপুরা পৌর নির্বাচনের ফলাফলে (Tripura Municipal Election Result 2021) উচ্ছ্বসিত তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ রবিবার ভোটের ফল ঘোষণার প্রক্রিয়া এগোতেই একের পর এক টুইটে সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি (Kunal Ghosh on Tripura Municipal Election Result 2021) ৷ কুণালের দাবি, ত্রিপুরায় ‘নিঃশব্দ বিপ্লব’ শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই সেই বিপ্লবের বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee on Tripura Politics) ৷ আর সেই নিঃশব্দ বিপ্লবেরই প্রকাশ দেখা যাচ্ছে পৌরভোটের ফলে ৷ যা আদতে তেইশের বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023) ত্রিপুরায় তৃণমূলের ‘ভিত্তিপ্রস্তর’ স্থাপন বলে দাবি করেছেন কুণাল ৷

আরও পড়ুন :Tripura Municipal Election Result 2021: বিরোধী ভোট ভাগাভাগিতেই ত্রিপুরা পৌর নির্বাচনে পোয়াবারো বিজেপির

গতবারের বিধানসভা নির্বাচনে বামেদের হাতছাড়া হয়েছে ত্রিপুরা ৷ টানা কয়েক দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে সেখানে পদ্ম ফুটিয়েছে বিজেপি ৷ তারপর থেকে যত দিন গিয়েছে, বামেদের অস্তিত্ব ততই ফিকে হয়েছে ৷ এর ফলে বিরোধী পক্ষে যে শূন্যস্থান তৈরি হয়েছে, সেখানেই থাবা বসিয়েছে তৃণমূল ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল নেতৃত্ব ৷ তার আগে ত্রিপুরা পৌরভোটকে খানিকটা ওয়ার্ম আপ ম্যাচের মতোই ব্যবহার করেছে বাংলার শাসকদল ৷ তার ফল তৃণমূলের পক্ষে যথেষ্ট ইতিবাচক বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

তথ্য বলছে, সংশ্লিষ্ট পৌরকেন্দ্রগুলিতে বিজেপি শাসকের ভূমিকা ছিনিয়ে নিলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তৃণমূল কংগ্রেস ৷ অন্তত 18টি আসনে তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে ৷ ঝুলিতে এসেছে আমবাসার একটি ওয়ার্ড ৷ লক্ষ্যণীয় বিষয় হল, এর আগে পর্যন্ত ত্রিপুরায় প্রশাসনের কোনও স্তরেই তৃণমূলের প্রতিনিধিত্ব ছিল না ৷ তাই এই ফলাফল ঘাসফুল শিবিরের বিরাট সাফল্য ৷ একের পর এক টুইটে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন কুণাল ৷

ভোটের দিন ত্রিপুরায় বুথ দখল, ছাপ্পা ভোট থেকে শুরু করে হিংসা, পুলিশের নিষ্ক্রিয়তা-সহ অজস্র অভিযোগ উঠেছে ৷ যার অনেকটাই ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷ আগরতলায় 122টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি ৷ যদিও বিরোধীদের অভিযোগ, প্রশাসন ও ক্ষমতা ব্যবহার করে ওই আসনগুলিতে আসলে কাউকে দাঁড়াতেই দেয়নি গেরুয়া শিবির ৷ এমন অনেকগুলি ওয়ার্ড রয়েছে, যেখানে বিজেপি জিতলেও বিরোধীদের মিলিত ভোট ‘জয়ী’ বিজেপির থেকে বেশি ৷ যা ত্রিপুরার শাসকদলের কাছে মোটেই ভাল খবর নয় ৷ অনেকেই মনে করছেন, ত্রিপুরা নিয়ে তৃণমূল কংগ্রেস উঠে-পড়ে লেগেছে বলেই এমন ফল হয়েছে ৷

আরও পড়ুন :Tripura Municipal Election : বাংলার পর ত্রিপুরাতেও যুযুধান তৃণমূল-বিজেপি

পরিসংখ্যান ও তথ্য তুলে ধরে কুণাল ঘোষও ত্রিপুরায় তৃণমূলের সাফল্য ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ৷ তাঁর দাবি, মাত্র দু’মাসের মধ্যেই ত্রিপুরায় দলের সংগঠন মজবুত করা হয়েছে ৷ প্রাথমিক হিসাব বলছে, এবারের ভোটে তৃণমূল কম, বেশি 20 শতাংশ ভোট পেয়েছে ৷ যা আনকোরা (ত্রিপুরার রাজনীতিতে) একটি দলের ক্ষেত্রে মোটেই কম নয় ৷ কুণালের দাবি, বিজেপি পৌরবোর্ড গঠন করলেও তার পিছনে রয়েছে ‘হামলা, মামলা, তাণ্ডব ও ছাপ্পা ভোট’ ৷ কিন্তু, তারপরও মানুষের মন জয় করেছে তৃণমূলই ৷ আর তা থেকেই কুণালের সিদ্ধান্ত, 2023-এ ত্রিপুরায় পালাবদল হবেই ৷ পদ্ম সরিয়ে মসনদে ফুটবে ঘাসফুল ৷ কুণালের কথায়, ‘‘2023 আমাদের’’ ৷

Last Updated : Nov 28, 2021, 5:04 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details