আগরতলা, 12 ফেব্রুয়ারি: ত্রিপুরায় বিজেপিকে হারাতে জোট বেঁধেছে বামফ্রন্ট ও কংগ্রেস ৷ তাদের অন্তত এমনটাই দাবি ৷ কিন্তু, এরই জন্য রবিবার এই দুই পক্ষকেই কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান নেতা তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh in Tripura) ৷ এদিন তিনি বলেন, পড়শি পশ্চিমবঙ্গেও তলে-তলে একজোট হচ্ছে বাম-কংগ্রেস ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজাপিকে সুবিধা পাইয়ে দিতে এই সমঝোতা করেছে তারা ৷ অথচ, ত্রিপুরায় তারা এমন ভাব দেখাচ্ছে, যেন বিজেপিকে হারাতেই এত আয়োজন ! প্রসঙ্গত, রবিবার ত্রিপুরায় আসেন কুণাল ৷ বিকেলে আগরতলায় একটি সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ সেই বৈঠক থেকে বাম-কংগ্রেসকে নিশানা করেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বাম-কংগ্রেস এভাবে হাতে হাত মেলাচ্ছে !
এদিন কুণালকে বলতে শোনা যায়, "নির্বাচনী প্রচার এবার শেষ হতে চলল ৷ ত্রিপুরা নির্বাচনের জন্য একেবারে প্রস্তুত ৷ এই পরিস্থিতিতে এখনও রাজ্যে বারবার দৌড়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷" কুণালের বক্তব্য, বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের আগেও এমনই আচরণ করেছিলেন মোদি-শাহরা ৷ কিন্তু, তাতেও শেষ রক্ষা হয়নি ৷ বাংলায় পদ্ম ফোটেনি ! কুণালের প্রশ্ন, "ওঁরা (বিজেপি) কেন্দ্রে 9 বছর ক্ষমতায় আছেন ৷ ত্রিপুরায় 5 বছর রাজ্য শাসন করছেন ৷ তারপরও এই হেভিওয়েটদের এখনও ত্রিপুরায় আসতে হচ্ছে ! কারণ, ওঁরা দুশ্চিন্তায় আছেন ৷ ওঁরা ভয় পাচ্ছেন ৷ ওঁরা বুঝতে পারছেন, এবার ত্রিপুরার মানুষ পরিবর্তন চাইছেন !"