পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজই বন্ধ করে দেওয়া হচ্ছে মহাকুম্ভ মেলা ?

প্রচুর মানুষের ঢল নেমেছে কুম্ভ মেলায় ৷ পুণ্য়লাভের আশায় রাত জেগে গঙ্গায় পূণ্য়স্নান সেরেছেন হাজার হাজার মানুষ ৷ কিন্তু কোভিড নিয়ম না মেনে স্নান করায় উদ্বেগ বেড়েছে ৷ বেশিরভাগ মানুষের মুখে নেই কোনও মাস্ক এবং সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছে না ৷ আর এতেই চিন্তা বাড়ছে প্রশাসনের ৷

Kumbh Mela
কুম্ভ মেলা

By

Published : Apr 14, 2021, 10:38 PM IST

হরিদ্বার, 14 এপ্রিল : 2 সপ্তাহ আগেই শেষ হয়ে যাচ্ছে মহাকুম্ভ মেলা ? সূত্র মারফত এমনই ইঙ্গিত মিলেছে ৷ খবর পাওয়া যাচ্ছে আজই বন্ধ করা দেওয়া হবে মহাকুম্ভ মেলা ৷ ইতিমধ্য়ে ধর্মগুরুদের সঙ্গে একটি বৈঠক হয়েছে উত্তরাখণ্ড সরকারের ৷ যদিও বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেবিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷

প্রচুর মানুষের ঢল নেমেছে কুম্ভ মেলায় ৷ পুণ্য়লাভের আশায় রাত জেগে গঙ্গায় পূণ্য়স্নান সেরেছেন হাজার হাজার মানুষ ৷ কিন্তু কোভিড নিয়ম না মেনে স্নান করায় উদ্বেগ বেড়েছে ৷ বেশিরভাগ মানুষের মুখে নেই কোনও মাস্ক এবং সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছে না ৷ আর এতেই চিন্তা বাড়ছে প্রশাসনের ৷

আরও পড়ুন- কোভিড নিয়ম না-মেনেই কুম্ভে মানুষের ঢল, চলছে শাহী স্নান

সেখানকার পুলিশ কন্ট্রোলরুমের হিসেব অনুযায়ী, সোমবার পর্যন্ত 31 লাখেরও বেশি ভক্ত উপস্থিত হয়েছিলেন ওই মেলায় ৷ সেদিন সকাল সাড়ে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত 18169 জন ভক্তের করোনা পরীক্ষা করা হয়েছিল ৷ তাদের মধ্য়ে 102 জনের রিপোর্ট পজিটিভ আসে ৷

আজ সকালেও পুণ্য় স্নান করতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ ৷ আজ দুপুর 2টো পর্যন্ত 9 লাখ 43 হাজার 452 জন পুণ্য় স্নান করেন ৷ সূত্রের খবর, কুম্ভ স্নান নিয়ে গোটা দেশে চর্চা চলছে ৷ অনেকেই এই পরিস্থিতিতে কুম্ভস্নান কতোটা যুক্তিসংগত তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে ৷ আর তাই আজই কুম্ভস্নান বন্ধ করে দেওয়া হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details