নয়াদিল্লি, 14 এপ্রিল : কুম্ভমেলা করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে ‘সুপার স্প্রেডার’ হতে পারে ৷ কেন্দ্রীয় সরকারের সচিব পর্যায়ের বৈঠকে এমনই আলোচনা হয়েছে ৷ সোমবার হওয়া ওই বৈঠকে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় ৷ কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে ৷
ওই সূত্র থেকে জানা গিয়েছে যে বৈঠকের সময় এক সরকারি আধিকারিক জানিয়েছেন, যদি সরকারের তরফে নির্ধারিত সময়ের আগে কুম্ভমেলা শেষ করে না দেওয়া হয়, সেক্ষেত্রে তা ‘সুপার স্প্রেডার’-এ পরিণত হতে পারে ৷
সংবাদসংস্থাকে ওই সূত্র জানিয়েছে যে এই পরিস্থিতিতে সরকারের তরফে একটি দল গঠন করা হতে চলেছে ৷ ওই দলের কাজ হবে সব সাধু ও ধর্মীয় নেতাদের সাহায্য নিয়ে কুম্ভে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং করোনা সংক্রান্ত অন্যান্য বিধি মেনে চলার আবেদন করা ৷
একই সঙ্গে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মানতে যাতে মানুষ সচেতন হয়, সেই কারণে প্রচার চালানোর পরিকল্পনাও করেছে সরকার ৷ এর জন্য টিভি ও রেডিও-র মতো প্রচারমাধ্যমকে ব্যবহার করা হবে ৷ একই সঙ্গে জনবহুল জায়গায় পোস্টার দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করা হবে সরকারের তরফে ৷