নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর:মণিপুরে নিরবিচ্ছিন্ন জাতিগত হিংসার পটভূমিতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ শনিবার মন্ত্রক সূত্রে খবর, সরকার মণিপুরে কুকিদের জন্য একটি পৃথক অঞ্চল তৈরি করার সম্ভাবনা পরীক্ষা করে দেখছে ৷ কুকি সংগঠনের তরফে সাসপেনশন অফ অপারেশন ভারত সরকারের কাছে একটি দাবি সনদ জমা দিয়েছে।
মন্ত্রকের সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, "এটি একটি খুব জটিল সমস্যা। স্বরাষ্ট্রমন্ত্রক অস্থির রাজ্যে শান্তি আনতে সমস্ত সম্ভাবনা পরীক্ষা করে দেখছে ৷” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের সময় কুকি-জো গোষ্ঠীগুলি পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদার দাবি করেছে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, 3 মে মণিপুরে জাতিগত অস্থিরতা শুরু হওয়ার পর থেকে কুকি-জো সম্প্রদায়গুলি চুরাচাঁদপুর, কাংপোকপি, চান্দেল, টেংনোপাল এবং ফেরজাওল-সহ পাঁচটি জেলা নিয়ে একটি পৃথক প্রশাসনের দাবি করে আসছে।
কুকি-জো গোষ্ঠীগুলি বর্তমানে 2008 সালে ভারত সরকারের সঙ্গে স্বাক্ষরিত সোউ-তে রয়েছে ৷ এ বিষয়ে কুকি নেতা হাওকিপ বলেন, "আমরা বিশ্বাস করি যে আমাদের সম্প্রদায়ের জন্য একটি পৃথক প্রশাসন তৈরি করাই কেবল বর্তমান সংকটের সমাধান হতে পারে ৷" হাওকিপ আরও জানান, একটি পৃথক প্রশাসন গঠন কুকিদের দীর্ঘদিনের দাবি ছিল।
কুকি-জো গোষ্ঠীগুলি 1 সেপ্টেম্বর নয়াদিল্লিতে উত্তর-পূর্বের জন্য বিশেষ সচিব এ কে মিশ্রের সঙ্গে বৈঠকের সময় তাদের দাবির সনদ জমা দেয়। উল্লেখযোগ্যভাবে উভয় পক্ষের (ভারত সরকারের প্রতিনিধি এবং কুকি গ্রুপ ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপলস ফ্রন্ট) ইতিমধ্যে জুলাই থেকে চার দফা আলোচনা করেছে।