পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষ্ণ জন্মভূমি জমি বিতর্ক: মথুরার শাহি ইদগাহের সার্ভের অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট - Allahabad High Court

Krishna Janmabhoomi land dispute: কৃষ্ণ জন্মভূমি জমি বিতর্ক মামলায় মথুরার শাহি ইদগাহের সার্ভের অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট ৷

Idgah Mosque
কৃষ্ণ জন্মভূমি জমি বিতর্ক

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 4:26 PM IST

Updated : Dec 14, 2023, 4:42 PM IST

প্রয়াগরাজ, 14 ডিসেম্বর: মথুরার কৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহি ইদগাহ প্রাঙ্গণে আদালতের তত্ত্বাবধানে সার্ভের অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট । বৃহস্পতিবারের শুনানিতে আদালত মসজিদের জরিপ তদারক করার জন্য একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগে সম্মত হয়েছে ৷ আবেদনকারীরা দাবি করেছেন যে, এটি একটি হিন্দু মন্দির ছিল এমন লক্ষণ রয়েছে শাহী ইদগাহে । আদালত বলেছে যে, 18 ডিসেম্বর পরবর্তী শুনানিতে সার্ভের পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে ।

হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শংকর জৈন বলেন, "এলাহাবাদ হাইকোর্ট আমাদের আবেদন মঞ্জুর করেছে, আমরা অ্যাডভোকেট কমিশনারের মাধ্যমে (শাহি ইদগাহ মসজিদ) সার্ভের দাবি জানিয়েছিলাম । 18 ডিসেম্বর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । আদালত শাহি ইদগাহ মসজিদের যুক্তি প্রত্যাখ্যান করেছে । আমার দাবি ছিল, শাহী ইদগাহ মসজিদে হিন্দু মন্দিরের অনেক নিদর্শন রয়েছে এবং প্রকৃত অবস্থান জানতে একজন অ্যাডভোকেট কমিশনার প্রয়োজন । এটা আদালতের যুগান্তকারী রায় ।"

আইনজীবী বিষ্ণু শংকর জৈনের মতে, হাইকোর্টে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে যে, হিন্দু মন্দিরগুলির বৈশ্যিষ্ট্যের মতো একটি পদ্ম-আকৃতির স্তম্ভ মসজিদ প্রাঙ্গণে বিদ্যমান এবং সেখানে হিন্দু দেবতা 'শেষনাগ'-এর একটি চিত্রও রয়েছে । স্তম্ভের গোড়ায় হিন্দু ধর্মীয় নিদর্শনও খোদাই করা আছে বলে দাবি করা হয়েছে । চলতি বছরের মে মাসে এলাহাবাদ হাইকোর্ট মথুরা বিবাদ সম্পর্কিত সমস্ত মামলা নিজের কাছে হস্তান্তর করে নেয় ।

কৃষ্ণ জন্মভূমি-শাহি ইদগাহ ইস্যুতে এই নির্দেশ হল দ্বিতীয় মন্দির-মসজিদ বিরোধ, যেখানে হাইকোর্ট গত কয়েক মাস ধরে একটি সার্ভেতে সম্মতি দিয়েছে । আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) সম্প্রতি বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদের একটি সার্ভে সম্পন্ন করেছে ৷ কিন্তু সার্ভের রিপোর্ট জমা দেওয়ার জন্য স্থানীয় আদালতের কাছে আরও সময় চেয়েছে এএসএআই । (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. কৃষ্ণ জন্মভূমি ও শাহি ইদগাহ মসজিদ বিবাদ মামলা, ফের এলাহাবাদ হাইকোর্টের থেকে নথি চাইল সুপ্রিম কোর্ট
  2. কৃষ্ণ জন্মভূমি-শাহী ইদগাহ প্রাঙ্গণ জরিপের আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট
  3. মথুরায় কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন ইদগাহে জমি জরিপের নির্দেশ আদালতের
Last Updated : Dec 14, 2023, 4:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details