পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NCRB Reports of 2021 মহিলা সুরক্ষায় অন্যতম নিরাপদ কলকাতা, অসুরক্ষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি

2021 সালে দেশে ঘটে যাওয়া অপরাধের তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB Reports of 2021) ৷ দেশের মধ্যে মহিলাদের জন্য নিরাপদ শহরের তালিকায় অন্যতম কলকাতা । 19টি নিরাপদ শহরের তালিকায় নাম রয়েছে তিলোত্তমার । যেখানে মহিলাদের সঙ্গে ঘটনা অপরাধে সবার উপরে রয়েছে দিল্লি (Delhi is Most Unsafe for Women) ৷

According to NCRB Reports of 2021 Delhi is Most Unsafe for Women
According to NCRB Reports of 2021 Delhi is Most Unsafe for Women

By

Published : Aug 30, 2022, 11:01 AM IST

Updated : Aug 30, 2022, 3:45 PM IST

নয়াদিল্লি, 30 অগস্ট: দেশের মধ্যে মহিলাদের জন্য নিরাপদ শহরের তালিকায় অন্যতম কলকাতা । 19টি নিরাপদ শহরের তালিকায় নাম রয়েছে তিলোত্তমা । 2021 সালে 'সিটি অফ জয়' মাত্র 11টি ধর্ষণের অভিযোগ । ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) প্রকাশিত 2021 সালের রিপোর্ট বলছে, মহিলাদের জন্য সর্বাধিক সুরক্ষিত শহরগুলির মধ্যে অন্যতম কলকাতা ।

অন্যদিকে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন রাজধানী দিল্লির মহিলারা । গতবছর জাতীয় রাজধানীতে প্রতিদিন গড়ে 2 জন নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে ৷ আর সেই নিরিখে রাজধানী দিল্লি মহিলাদের জন্য সবচেয়ে অসুরক্ষিত মেট্রোপলিটান শহর (Delhi is Most Unsafe for Women) ৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর 2021 সালের (NCRB Reports of 2021) প্রকাশিত তথ্যে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷ দেশের 19টি মেট্রোপলিটান শহরে মহিলাদের সঙ্গে ঘটা অপরাধের মধ্যে 32.20 শতাংশ দিল্লিতে হয়েছে ৷

এনসিআরবি’র তথ্য অনুযায়ী, 2021 সালে দিল্লিতে মহিলাদের সঙ্গে ঘটা অপরাধের 13 হাজার 892টি অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ যা 2020 সালের তুলনায় 40 শতাংশ বেশি ৷ 2020 সালে দিল্লিতে মহিলাদের সঙ্গে অপরাধের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল 9 হাজার 782টি ৷ প্রসঙ্গত, করোনা অতিমারির জন্য ওই বছর লকডাউন ছিল ৷ স্বাভাবিকভাবেই কর্মস্থলে এবং রাস্তাঘাটে মহিলাদের সঙ্গে অপরাধের ঘটনা খুব একটা সামনে আসেনি ৷

যেখানে রাজধানী দিল্লি মহিলাদের সঙ্গে ঘটা অপরাধে সবার উপরে রয়েছে ৷ সেখানে দুই ও তিন নম্বরে রয়েছে ভারতীয় বাণিজ্যনগরী মুম্বই এবং টেকসিটি বেঙ্গালুরু ৷ মুম্বইয়ে 2021 সালে মহিলাদের সঙ্গে অপরাধের হার 12.76 শতাংশ ৷ আর বেঙ্গালুরুতে সেই পরিসংখ্যান 7,2 শতাংশ ৷ প্রসঙ্গত, এই পরিসংখ্যান কেবল দায়ের হওয়া অভিযোগের উপর নির্ভর করেই উল্লেখ করা হয়েছে এনসিআরবি’র রিপোর্টে ৷ মহিলা এবং নাবালিকা ধর্ষণ, অপহরণ, গার্হস্থ্য হিংসা সব দিক থেকেই দেশের অন্যান্য মেট্রোপলিটান শহরের থেকে এগিয়ে রয়েছে দিল্লি ৷

আরও পড়ুন:স্ত্রী'র সহযোগিতায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

2021 সালে জাতীয় রাজধানীতে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মোট 833টি ৷ অপহরণ 3 হাজার 948 এবং গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে 4 হাজার 674টি ৷ 2021 সালে দিল্লিতে প্রতিদিন গড়ে দু’জন নাবালিকার ধর্ষণ ও নিগ্রহের ঘটনা ঘটেছে ৷ এনসিআরবি’র রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে 2021 সালে 136 জন মহিলা পণ প্রথার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৷ আর সব মেট্রোপলিটান শহরে মহিলাদের সঙ্গে অপরাধের ঘটনায় মোট অভিযোগ দায়ের হয়েছে 43 হাজার 414টি ৷

Last Updated : Aug 30, 2022, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details