নয়াদিল্লি, 30 অগস্ট: দেশের মধ্যে মহিলাদের জন্য নিরাপদ শহরের তালিকায় অন্যতম কলকাতা । 19টি নিরাপদ শহরের তালিকায় নাম রয়েছে তিলোত্তমা । 2021 সালে 'সিটি অফ জয়' মাত্র 11টি ধর্ষণের অভিযোগ । ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) প্রকাশিত 2021 সালের রিপোর্ট বলছে, মহিলাদের জন্য সর্বাধিক সুরক্ষিত শহরগুলির মধ্যে অন্যতম কলকাতা ।
অন্যদিকে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন রাজধানী দিল্লির মহিলারা । গতবছর জাতীয় রাজধানীতে প্রতিদিন গড়ে 2 জন নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে ৷ আর সেই নিরিখে রাজধানী দিল্লি মহিলাদের জন্য সবচেয়ে অসুরক্ষিত মেট্রোপলিটান শহর (Delhi is Most Unsafe for Women) ৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর 2021 সালের (NCRB Reports of 2021) প্রকাশিত তথ্যে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷ দেশের 19টি মেট্রোপলিটান শহরে মহিলাদের সঙ্গে ঘটা অপরাধের মধ্যে 32.20 শতাংশ দিল্লিতে হয়েছে ৷
এনসিআরবি’র তথ্য অনুযায়ী, 2021 সালে দিল্লিতে মহিলাদের সঙ্গে ঘটা অপরাধের 13 হাজার 892টি অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ যা 2020 সালের তুলনায় 40 শতাংশ বেশি ৷ 2020 সালে দিল্লিতে মহিলাদের সঙ্গে অপরাধের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল 9 হাজার 782টি ৷ প্রসঙ্গত, করোনা অতিমারির জন্য ওই বছর লকডাউন ছিল ৷ স্বাভাবিকভাবেই কর্মস্থলে এবং রাস্তাঘাটে মহিলাদের সঙ্গে অপরাধের ঘটনা খুব একটা সামনে আসেনি ৷