পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Naveen Kumar Jindal: নূপুরের পর নবীন, বিতর্কিত মন্তব্যে অভিযোগ দায়ের কলকাতা পুলিশের - কলকাতা পুলিশ

বিতর্কিত মন্তব্যের জেরে এবার বিজেপি থেকে বহিষ্কৃত নেতা নবীন কুমার জিন্দলের (Naveen Kumar Jindal) বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ এফআইআর-টি করা হয়েছে জোড়াসাঁকো থানায় (Jorasanko Police Station) ৷

Kolkata Police lodge fir against Naveen Kumar Jindal
Naveen Kumar Jindal: নূপুরের পর নবীন, বিতর্কিত মন্তব্যে অভিযোগ দায়ের কলকাতা পুলিশের

By

Published : Jun 26, 2022, 8:07 PM IST

কলকাতা, 26 জুন:পয়গম্বর মহম্মদ (Prophet Muhammad) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এবার বিজেপি থেকে বহিষ্কৃত নেতা নবীন কুমার জিন্দলের (Naveen Kumar Jindal) বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ একই কারণে এর আগে কলকাতার একাধিক থানায় বিজেপি-র সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷ প্রসঙ্গত, নবীন বিজেপি-র সঙ্গেই যুক্ত ছিলেন ৷ কিন্তু, সাম্প্রতিক বিতর্কের জেরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় ৷

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নবীনকে তাদের তরফে থেকে ডেকে পাঠানো হয়েছে ৷ গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে ৷ নবীন যাতে তদন্তে কলকাতা পুলিশকে সহযোগিতা করেন, সেই আবেদন করা হয়েছে তাঁকে ৷ প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্রের মুম্বই ও থানে এবং দিল্লিতেও নবীনের বিরুদ্ধে এফআইআর করা হয় ৷

আরও পড়ুন:Nupur Sharma: কলকাতা পুলিশের তলব এড়িয়ে চার সপ্তাহ সময় চাইলেন নূপুর, নারাজ লালবাজার

কলকাতা পুলিশের অন্তর্গত জোড়াসাঁকো থানায় (Jorasanko Police Station) নবীনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে ৷ এই বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে নবীনকে যে নোটিশ পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে, ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ফৌজদারী ধারা অনুসারে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ নির্ধারিত তথ্যের ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাই এই অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন ৷ সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব নবীনের সঙ্গে কথা বলতে চান কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা ৷ সেই কারণেই এই নোটিশ হাতে পাওয়ার সাতদিনের মধ্য়ে নবীনকে জোড়াসাঁকো থানার তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হতে হবে এবং তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে তাঁকে ৷

নবীন যদি এই নোটিশ অগ্রাহ্য করেন এবং নির্ধারিত সময়ে জোড়াসাঁকো থানায় হাজিরা না দেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ করা হবে বলেও কলকাতা পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, এই একই ঘটনায় নূপুর শর্মাকে বারবার তলব করা হলেও তিনি একবারের জন্যও পশ্চিমবঙ্গের কোনও থানায় হাজিরা দিতে আসেননি ৷

ABOUT THE AUTHOR

...view details