সিওয়ান, 19 ডিসেম্বর: ভিনরাজ্যে গিয়ে ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷ বিহারের সিওয়ান থেকে অভিযুক্ত সঞ্জয় শর্মাকে গ্রেফতার করে পুলিশ আধিকারিকরা (Kolkata Police arrested rape accused) । অভিযুক্ত একটি জাগরণে অংশ নিতে কলকাতা থেকে সিওয়ানে যায় ৷ এরপরেই খবর পেয়ে সেখানে পৌঁছে কলকাতা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ।
জানা গিয়েছে, রবিবার রাতে সেখানকার সবজি বাজারে জাগরণ চলছিল । যেটিতে যোগ দিতে কলকাতা থেকে সিওয়ানে পৌঁছন সঞ্জয় শর্মা । কলকাতা পুলিশ (Kolkata Police) আগে থেকে সেখানে লুকিয়ে ছিল ৷ কর্মসূচি শেষে অভিযুক্ত বের হতেই পুলিশ তাকে ধরে ফেলে । সঞ্জয় শর্মাকে গ্রেফতার করতে কলকাতা থেকে সিওয়ানে যায় 8 সদস্যের একটি পুলিশের দল । অভিযুক্ত সঞ্জয় শর্মাকে সোমবার সেখানকার আদালতে পেশ করা হবে ৷ তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতা আনার জন্য আবেদন করবে কলকাতা পুলিশ ।