কোলাপুর, 7 জুন: ঔরঙ্গজেবের সমর্থনে একটি সোশাল মিডিয়া পোস্ট ঘিরে মহারাষ্ট্রে শুরু হয়েছে বিতর্ক। এই ইস্যুতে হিন্দু সংগঠনগুলি কোলাপুরে বনধের ডাক দেয় ৷ এর জেরে বুধবার হিন্দু সংগঠনের কর্মীরা ছত্রপতি শিবাজি মহারাজ চকে ব্যাপক তোলপাড় করে । বনধের সময় শ্রমিকদের হট্টগোলের কারণে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় । পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় 19 জুন পর্যন্ত কোলাপুরে কারফিউ জারি করা হয়েছে । কোলাপুর বনধের কারণে ভেনাস কর্নার এবং শহরের অন্যান্য স্থানে বড় যানবাহন চলাচল করতে পারছে না । তবে কোথাও কোথাও রিকশা-সহ ছোট গাড়িকে চলাচল করতে দেখা গিয়েছে। একইসঙ্গে সকাল 10টা থেকে নগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
কী ঘটেছিল: রবিবার আহমেদনগরে মিছিলে ঔরঙ্গজেবের সমর্থনে পোস্টার ব্যবহার করা হয়েছিল । এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । এটিকে একটি আপত্তিকর পোস্ট বলে অভিহিত করে হিন্দু সংগঠনগুলি ৷ এই ধরনের বিষয়বস্তু ভাইরাল করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা কোলাপুর বনধের ডাক দিয়েছে । ঔরঙ্গজেবের পোস্টার ব্যবহারের ঘটনায় পুলিশ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।
শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর: "কোলাপুরের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, "রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখা সরকারের দায়িত্ব । আমি জনসাধারণের কাছে আইন মেনে চলার এবং শান্তি বজায় রাখার আবেদন করছি । পুলিশ তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"