পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

International Mother Language Day: সুরেরই ভাষা, আনন্দেরই ভাষা... - Bhasha

সাত দশক আগে লড়াই দেখেছিল বিশ্ব (Bhasha Dibosh)। দেখেছিল শুধুমাত্র ভাষার জন্য কীভাবে প্রাণ দেওয়া যায় । কীভাবে শাসকের চোখে চোখ রেখে কথা বলা যায় । আজ সেই দিন, শহিদদের স্মরণ করার দিন, মাতৃভাষাকে যাপন করার দিন । আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) ।

International Mother Language Day
ভাষা আন্দোলন

By

Published : Feb 21, 2023, 8:03 AM IST

Updated : Feb 21, 2023, 8:22 AM IST

হায়দরাবাদ, 21 ফেব্রুয়ারি: ভাষা এমন কথা বলে বোঝাবে সকলে / রাজা উঁচা-নীচা ছোট বড় সমান । বাংলা বর্ণমালায় ছোট বা বড় হরফ নেই, প্রত্যেকটি বর্ণের গুরুত্ব সমান । ঠিক যেভাবে ভাষার কাছে সবাই সমান, সবার কাছে ভাষাও বোধহয় । যে ভালোবাসা থেকে মায়ের দেওয়া ভাষাকে বাঁচাতে একজোট হয়েছিল গোটা সমাজ । কিন্তু শুধুমাত্র ভাষার আভিজাত্য অটুট রাখার জন্য প্রাণ বাজি রেখে লড়াই ? নাকি মাতৃভাষাকে অন্য ভাষার উপর স্থান দেওয়ার প্রচেষ্টা ? 1952 সালের এই দিনেই মাতৃভাষার অলঙ্কার অক্ষুণ্ণ রাখতে গিয়ে শহিদ হয়েছিলেন রফিক উদ্দিন, আবদুল জব্বাররা (Bhasha Dibosh) ।

সাত দশক আগে সেই লড়াই দেখেছিল বিশ্ব । দেখেছিল ভাষার মান রক্ষার লড়াই কীভাবে মিলিয়েছিল ছোট বড় প্রত্যেককে । বাংলা ভাষার গরিমা রক্ষা করার যে প্রদীপ জ্বেলেছিলেন ধীরেন দত্ত, তারই ধ্বজা নিজেদের হাতে তুলে নিয়েছিলেন শেখ মুজিবর রহমান, আবুল কাশেমরা । ভাষা গুঁড়িয়ে দিয়েছিল ধর্মীয় অচলায়তন । ভেঙে দিয়েছিল সমস্ত ভেদাভেদ । দেখিয়েছিল, কেবলমাত্র একটি ভাষাকে পুঁজি করে কীভাবে শাসকের চোখে চোখ রেখে কথা বলা যায় (International Mother Language Day) ।

ভাষা আন্দোলন কী ?

সালটা 1948 । 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে একটি সংশোধনী প্রস্তাব আনেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত । তাতে বলা হয়, ইংরেজি-উর্দুর পাশাপাশি সংসদে বাংলায় বক্তৃতা এবং সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার শুরু হোক । কিন্তু সেই দাবি নস্যাৎ করে দেয় পাক প্রশাসন । শুরু হয় প্রাক ভাষা-আন্দোলন পর্ব । তাতে ঘৃতাহুতি দেয় মহম্মদ আলি জিন্নাহ ও লিকায়ত আলি খানের বঙ্গদেশ সফর এবং কিছু 'আলটপকা' (রাজনীতিবিদরা সেরকমই বলেন) মন্তব্য ।

সাত দশক আগে লড়াই দেখেছিল বিশ্ব

1952 সালে সেই আন্দোলনই চরম আকার নেয় । ভাষা আন্দোলন প্রাণ পায় ছাত্রদের উন্মুক্ত যোগদানে । দেশের প্রতিটি ভাষা শ্রমিক হয়ে ওঠেন তীক্ষ্ণ যোদ্ধা । যারা কলম বাঁচাতে তলোয়ার হাতে তুলে নিতে দ্বিধায় ভোগেন না । এরমধ্যে অন্যতম ভূমিকা নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা । তারপরেই আসে সেই দিন, 21 ফেব্রুয়ারি ।

21 ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের রেড লেটার ডে:

জারি ছিল 144 ধারা । কিন্তু তা উপেক্ষা করেই রাজপথে নামেন আন্দোলনকারীরা । উপলক্ষ্য, উর্দুর গ্রাস থেকে বাংলা ভাষাকে রক্ষা করে তার গরিমা পুনঃপ্রতিষ্ঠা করা । পরিস্থিতি বেগতিক দেখে দুপুর 3টে নাগাদ গুলি চালায় পুলিশ । প্রাণ হারান আবদুল জব্বার ও আবুল বরকত-সহ পাঁচজন । তাতেও দমানো যায়নি কাউকেই । শেষ পর্যন্ত চাপের মুখে নতি স্বীকার করে পাকিস্তান । দু'বছর পর 1954 সালে পাকিস্তান গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয় । 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাংলার কথা জানানো হয় ।

ভাষা দিবসের স্বীকৃতি:

আন্দোলনের শহিদরা হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে মধুর ভাষার প্রতিটি বর্ণমালার পাহারাদার । ইতিহাস হয়েছে তাঁদের জেদ, শুধুমাত্র মায়ের শিখিয়ে দেওয়া ভাষার জন্য আকুল লড়াই । বিশ্ব জেনেছে তাঁদের এহেন কীর্তির কথা । স্বীকৃতিও মিলেছে । সেই থেকে 21 ফেব্রুয়ারি ঘোষিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) হিসেবে ।

আরও পড়ুন: বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দিতে হুগলি থেকে বাংলাদেশ যাত্রা 8 সাইক্লিস্টের

Last Updated : Feb 21, 2023, 8:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details