সেরাইকেলা (ঝাড়খণ্ড), 26 মার্চ:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) রবিবার মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠানে ঝাড়খণ্ডের সেরাইকেলার বাসিন্দা প্রয়াত স্নেহলতা চৌধুরিকে (Snehlata Choudhary) শ্রদ্ধা জানিয়েছেন ৷ তাঁকে সমাজের অনুপ্রেরণার উৎস হিসাবে এদিন বর্ণনা করেছেন তিনি । ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "স্নেহলতা চৌধুরির মতো নারীরা সমাজের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস । স্নেহলতার অঙ্গ পেয়ে চারজন নতুন জীবন ফিরে পান । স্নেহলতার চোখের মাধ্যমে দু'জনকে নতুন দৃষ্টি দেওয়া হয়েছে । তাঁর দান করা অঙ্গ থেকেই রোগীরা হার্ট, কিডনি, লিভার ও চোখ পেয়েছেন ।"
কে এই স্নেহলতা চৌধুরি ?
63 বছর বয়সি স্নেহলতা চৌধুরি গত বছরের 17 সেপ্টেম্বর সকালে গামহারিয়া প্রধান সড়কে মর্নিং ওয়াক করার সময় একটি বাইকের ধাক্কায় আহত হন । ওই দুর্ঘটনায় স্নেহলতার মাথায় গুরুতর আঘাত লাগে । এর জেরে তাঁকে প্রথমে সেরাইকেলা সদর হাসপাতালে ভরতি করা হয় ৷ যেখানে তাঁর আশংকাজনক অবস্থা দেখে চিকিৎসকরা তাঁকে জামশেদপুরের টিএমএইচ হাসপাতালে রেফার করেন । সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি এইমসে পাঠানো হয় । চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও 30 সেপ্টেম্বর মারা যান স্নেহলতা চৌধুরি ।