অঙ্কলেশ্বর (গুজরাত), 29 অক্টোবর: পাঁচ বছর ধরে পেটের ভিতরে ছিল ছুরি। দুর্ঘটনার জেরে হাসপাতালে এসে ওই ব্যক্তি জানতে পারলেন পেটে এতদিন ধরে নিয়ে ঘুরছিলেন আস্ত একটি ছুরি । ঘটনায় চমকে গিয়েছেন খোদ চিকিৎসকরা।
দুর্ঘটনার জেরে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন গুজরাতের অঙ্কলেশ্বরের এক ব্যক্তি । এক্স-রে করার পর পেটের ভিতরে থেকেই একটি আস্ত ছুরি দেখে হতবাক খোদ চিকিৎসকরা। জানা গিয়েছে, পাঁচ বছর আগে অঙ্কলেশ্বর গার্ডেন সিটির বাসিন্দা অতুল গিরিকে ছুরি দিয়ে বেশ কয়েকবার কোপানো হয়েছিল। সেই সময় সিভিল হাসপাতালে গেলে চিকিৎসকরা তাঁকে সঠিকভাবে পরীক্ষা না-করেই ওষুধ দিয়ে ছেড়ে দেন।
পাঁচ বছর পর দুর্ঘটনায় আহত হন অতুল ৷ তিনি চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে যান । সেখানেই তাঁর পেটে থাকা ছুরির খোঁজ মেলে । জানা গিয়েছে, বছরের পর বছর ধরে পেটের ব্যথার সমস্যার কথা চিকিৎসককে জানিয়েছিলেন অতুল। চিকিৎসক যখন তাঁকে পরীক্ষা করেন, এক্স-রে রিপোর্টেই তাঁর পেটে ছুরি পাওয়া যায়। হাসপাতাল সূত্রে খবর, পাঁচ বছর ধরে পেটে আটকে থাকা ছুরিটি বের করতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অতুলের অস্ত্রোপচার করা হবে ।