নয়াদিল্লি, 28 মার্চ: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শুধু ক্রিকেটেই নয়, দেশের সেনাবাহিনীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷ 370 ধারা বিলোপ করার সময়ও ধোনি উপত্যকায় বড় ভূমিকা পালন করেছিলেন (Mahendra Singh Dhoni's Role in Article 370 were Removed) ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কানওয়াল জিৎ সিং ধিলোঁ ৷ তিনি জানিয়েছেন, সবাই মাঠে ধোনিকে চার-ছয় মারতে দেখেছেন ৷ কিন্তু, সেনাবাহিনীতে থেকে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশের প্রতিও দায়িত্ব পালন করেছেন ৷ আর সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন 2019-এর অগস্টে জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সময় ৷
জম্মু-কাশ্মীরের ইতিহাস পালটাতে ধোনির ভূমিকা প্রসঙ্গে কেজেএস ধিলোঁ জানান, এমনভাবে তাঁর বসার ঘরে 370 ধারা নিয়ে আলোচনা চলত, যাতে সে কথা কোনওভাবে বাইরে আসতে না-পারে ৷ 5 অগস্ট 2019 সালে, কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে ৷ এমনকী সংশোধনী এনে সেই ধারা বিলোপ করা হয় ৷ তিনি জানিয়েছেন, সেই সময় মহেন্দ্র সিং ধোনিও তাঁর সঙ্গে ভারতীয় সেনার ক্যাম্পে ছিলেন ৷ সংসদে এই ধারা প্রত্যাহারের কথা ঘোষণার দিন সকালে, কেজেএস ধিলোঁ এবং অন্যান্যদের সঙ্গে ধোনির বৈঠক হয় ৷ এমনকী তিনি ধোনির সঙ্গেই সারাদিন ছিলেন ৷ রাতের খাবারও তাঁরা একসঙ্গেই খেয়েছিলেন ৷