জম্মু, 19 নভেম্বর: স্কুলছুট শিশুদের স্কুলমুখী করার জন্য স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেল জম্মু ও কাশ্মীরের কিসতওয়ার জেলা প্রশাসন ৷ রবিবার এই বিষয়ে এক কর্মকর্তা বলেন, "এই পুরস্কার জেলার উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতি ৷ জম্মু ও কাশ্মীর গ্রামীণ জীবিকা মিশন (JKRLM) এই বছরের শুরুতে স্কচ পুরস্কার জেতার পর এটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য দ্বিতীয় পুরস্কার হল ৷ কিসতওয়ারের জেলা ডেপুটি কমিশনার দেবাংশ যাদব, প্রধান শিক্ষা আধিকারিক প্রহ্লাদ ভগত এবং জেলা শিক্ষা ও ট্রেনিং ইন্সটিটিউটের (DIET) সিনিয়র লেকচারার রিয়াজ আহমেদ বাট শনিবার নয়াদিল্লিতে এই পুরস্কার গ্রহণ করেন ৷
2021 সালের মার্চ মাসে লঞ্চ হওয়া একটি অ্যাপের মাধ্যমে কিসতওয়ার প্রশাসন সমগ্র শিক্ষা অধিদফতরের চিহ্নিত করা প্রায় 2 হাজার শিশুদের স্কুলমুখী করে ৷ সমগ্র শিক্ষা অধিদফতরের লক্ষ্য ছিল পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণ ও পর্যবেক্ষণ ৷ এর মাধ্যমেই একটি সময়োপযোগী ও গুণগতভাবে স্কুলছুটদের গণনা করার পাশাপাশি বিষয়টি উপর নজরদারি চলত ৷
এই বিষয়ে এক কর্মকর্তা জানান, স্কুলছুটদের বিষয়টি চিহ্নিত হতেই সমস্যা মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নেন ডিসি ৷ জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, উর্ধ্বতন কর্মকর্তা ও DIET-এর সহযোগিতায় সমগ্র শিক্ষা অধিদফতর 2022 সালে জম্মু কাশ্মীরের অধীনে 100 শতাংশ স্কুলছুটদের তালিকাভুক্তির লক্ষ্য নিয়ে 'তালাশ' প্রকল্পের সূচনা করে ৷ এখানে দেখা যায় স্কুলছুট শিশুদের মধ্যে বেশিরভাগই তফসিলি উপজাতি সম্প্রদায়ের ৷ স্কুলছুটের সংখ্যা কমাতে জেলা প্রশাসন বিশেষ ক্যাম্পের আয়োজন করে ৷ তৃণমূলস্তর থেকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিশেষ শীতকালীন কোচিং সেন্টার খোলা হয় ৷
দেখা গিয়েছে, কিসতওয়ারের দূরবর্তী অঞ্চল যেমন দ্রাবশাল্লা, ছাতরু, নাগসেনি ও বাউঞ্জওয়াহ এই সমস্ত এলাকায় এসটি সম্প্রদায়ের মধ্য স্কুলছুটের হার বেশি ছিল ৷ এই বিষয়ে এক কর্মকর্তা জানান, প্রশাসন বেশি কিছু ভাতা চালুর আশ্বাস দিয়ে বোঝানোর পর অনিচ্ছুক অভিভাবকরা আবার তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে রাজি হন ৷ এই সমস্ত স্কুলছুট বাচ্চাদের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত শীতকালীন কোচিং প্রতিষ্ঠানগুলিতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল ৷