পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CJI sends Proposal for NJIAI : বিচার বিভাগের উন্নয়নে এনজেআইএআই গঠনের প্রস্তাব প্রধান বিচারপতির

দেশের বিচারবিভাগীয় ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে 'ন্যাশনাল জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার অথরিটি অফ ইন্ডিয়া' বা এনজেআইএআই গড়ার কথা (setting up of NJIAI) জানালেন কিরেণ রিজিজু ৷ ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানার কাছ থেকে এই প্রস্তাব পেয়েছেন তিনি ৷

কিরণ ঋজিজু ও এন ভি রামানা
কিরণ ঋজিজু ও এন ভি রামানা

By

Published : Dec 4, 2021, 9:49 AM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর : দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোর উন্নয়নে তৈরি হোক 'ন্যাশনাল জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার অথরিটি অফ ইন্ডিয়া' বা এনজেআইএআই (National Judicial Infrastructure Authority of India, NJIAI) ৷ সংসদের চলতি শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) একটি প্রশ্নের উত্তরে এ কথা জানালেন ৷

আইন মন্ত্রী (Law Minister Kiren Rijiju) লিখিত উত্তরে জানান, ভারতের প্রধান বিচারপতি (Chief Justice of India, CJI) এন ভি রামানা দেশের আদালতগুলিতে যথোচিত পরিকাঠামো ব্যবস্থা নেওয়ার এনজেআইএআই (setting up of NJIAI) গঠনের প্রস্তাব দিয়েছেন ৷

এর আগে ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা (Chief Justice of India N V Ramana) দেশের বিচার বিভাগীয় পরিকাঠামো আরও উন্নত করার জন্য একটি নতুন কমিটি গঠনের উপর জোর দিয়েছিলেন ৷ আর তারপর শুক্রবার সরকারের তরফে লোকসভায় এই কথা জানানো হয় ৷

আরও পড়ুন : CJI at Constitution Day Celebration : সংবিধান দিবসে বিচারব্যবস্থাকে রক্ষার আবেদন প্রধান বিচারপতির

প্রস্তাবে বলা হয়েছে, একটি পরিচালন কমিটি তৈরি হবে ৷ যার 'প্যাট্রন-ইন-চিফ' হবেন দেশের প্রধান বিচারপতি ৷ কিরেণ রিজিজু বলেন, "প্রস্তাবে উল্লিখিত অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল, দেশের 25টি হাইকোর্ট একইরকম ভাবে কাজ করবে ৷ এছাড়া, ভারতীয় বিচার পদ্ধতির কার্যকরী পরিকাঠামোগত ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ (maintenance and management of functional infrastructure), উন্নয়ন, কোনও কিছু তৈরি করা, পরিকল্পনার রোডম্যাপ গঠনে এনজেআইএআই একটা কেন্দ্রীয় কমিটি হিসেবে কাজ করবে ৷ "

বর্তমানে বিচার বিভাগীয় ব্যবস্থাপনায় সব সুযোগসুবিধে দেখাশোনার প্রাথমিক দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের উপর ৷ আইনমন্ত্রী উল্লেখ করেন, রাজ্য সরকারের অর্থ সংগ্রহের উপায় বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার একটি কেন্দ্রীয় প্রকল্প চালু করছে ৷ জেলা এবং নিম্ন আদালতগুলির পরিকাঠামোগুলিকে আরও সুবিধেজনক করে তুলতে রাজ্য সরকার (state government) এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে (Union Territories, UTs) আর্থিক সাহায্য দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে ৷

1993-94 থেকে এই প্রকল্প চালু হয়েছে ৷ সেই থেকে এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 8 হাজার 709.77 কোটি টাকা অনুমোদন করেছে ৷

সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ৷ এতে কেন্দ্রীয় সরকার জেলা এবং নিম্ন আদালতের ভবন নির্মাণ, বিচারপতি ও বিচারকদের থাকার জন্য বাড়ি তৈরির অর্থ দেওয়া হয় ৷ 2021-এর 1 এপ্রিল থেকে 2026-এর 31 মার্চ পর্যন্ত মোট 9 হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে ৷ এর মধ্যে কেন্দ্রীয় সরকার 5 হাজার 307 কোটি টাকা দিয়েছে, জানিয়েছেন আইনমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details