দিল্লি, 16 ফেব্রুয়ারি : সংবাদ শিরোনামে পুদুচেরি ৷ মঙ্গলবার বেলায় খবর এসেছিল যে সেখানে কংগ্রেসের সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে ৷ আর রাতে জানা গেল পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদীকে সরিয়ে দেওয়া হল ৷ এদিন রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয় ৷
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিস থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে যে আপাতত পুদুচেরির দায়িত্ব দেওয়া হয়েছে তামিলিসাই সৌন্দর্যারাজনকে ৷ তিনি এখন তেলেঙ্গানার রাজ্যপাল ৷ সেই দায়িত্বের সঙ্গেই তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনরের দায়িত্ব পালন করবেন ৷ যতদিন না পুদুচেরির নতুন লেফটেন্যান্ট গর্ভনর নিয়োগ করা হচ্ছে, ততদিন তাঁকে এই দায়িত্ব পালন করতে হবে ৷
এদিন বেলায় জানা গিয়েছিল যে কংগ্রেসের চারজন বিধায়ক ইস্তফা দিয়েছেন ৷ তার ফলেই সংখ্যালঘু হয়ে পড়ে ওই কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার ৷ তার পরই কিরণ বেদীকে সরিয়ে দেওয়ার মধ্যে কোনও রাজনৈতিক যোগসূত্র রয়েছে ! আপাতত এই প্রশ্নই উঠছে ৷