পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর পদ থেকে সরানো হল কিরণ বেদীকে

পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদীকে সরিয়ে দেওয়া হল ৷ এদিন রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয় ৷ আপাতত পুদুচেরির দায়িত্ব দেওয়া হয়েছে তামিলিসাই সৌন্দর্যারাজনকে ৷ তিনি এখন তেলেঙ্গানার রাজ্যপাল ৷ সেই দায়িত্বের সঙ্গেই তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনরের দায়িত্ব পালন করবেন ৷

পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর পদ থেকে সরানো হল কিরণ বেদীকে
পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর পদ থেকে সরানো হল কিরণ বেদীকে

By

Published : Feb 16, 2021, 9:55 PM IST

দিল্লি, 16 ফেব্রুয়ারি : সংবাদ শিরোনামে পুদুচেরি ৷ মঙ্গলবার বেলায় খবর এসেছিল যে সেখানে কংগ্রেসের সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে ৷ আর রাতে জানা গেল পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদীকে সরিয়ে দেওয়া হল ৷ এদিন রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয় ৷

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিস থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে যে আপাতত পুদুচেরির দায়িত্ব দেওয়া হয়েছে তামিলিসাই সৌন্দর্যারাজনকে ৷ তিনি এখন তেলেঙ্গানার রাজ্যপাল ৷ সেই দায়িত্বের সঙ্গেই তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনরের দায়িত্ব পালন করবেন ৷ যতদিন না পুদুচেরির নতুন লেফটেন্যান্ট গর্ভনর নিয়োগ করা হচ্ছে, ততদিন তাঁকে এই দায়িত্ব পালন করতে হবে ৷

এদিন বেলায় জানা গিয়েছিল যে কংগ্রেসের চারজন বিধায়ক ইস্তফা দিয়েছেন ৷ তার ফলেই সংখ্যালঘু হয়ে পড়ে ওই কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার ৷ তার পরই কিরণ বেদীকে সরিয়ে দেওয়ার মধ্যে কোনও রাজনৈতিক যোগসূত্র রয়েছে ! আপাতত এই প্রশ্নই উঠছে ৷

রাজনৈতিক মহলের খবর, অবশ্যই যোগাযোগ আছে৷ গত মাসে একজন কংগ্রেস বিধায়ক এ নমস্সিভ্যাম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৷ তিনি নাকি কিরণ বেদীকে সরিয়ে দেওয়ার বিষয়টিকে শর্ত হিসেবে রেখেছিলেন ৷ তাঁর সঙ্গে আরও একজন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন ৷ আর মঙ্গলবার চারজন ইস্তফা দিলেন ৷ আর একজনকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করেছে কংগ্রেস ৷

আরও পড়ুন :পুলওয়ামা জঙ্গি হামলা : মোদির বিরুদ্ধে গোয়েন্দা তথ্য অবহেলা করার অভিযোগ রাহুলের

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের অন্য একটি অংশের মতে, কিরণ বেদীর বিরুদ্ধে কংগ্রেস বারবার বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছে ৷ সামনেই পুদুচেরি বিধানসভার নির্বাচন ৷ তার আগে কংগ্রেসের এই অভিযোগ বন্ধ করে দিতেই এই পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details